এক্সপ্লোর
ঋণের জের? বাবার আত্মহত্যার পর মহারাষ্ট্রে গলায় দড়ি কৃষকের
জালাখেড়া থানার জনৈক অফিসার বলেছেন, পরিবারটি আমাদের জানিয়েছে, প্রমোদ তিন মেয়ের একজনের পড়াশোনার জন্য লোন নিয়েছিলেন, নিজের ৫ একর জমির জন্য ব্যাঙ্কের কাছেও ধার ছিল, আরেক মেয়ের বিয়ের জন্যও বাজারে দেনা ছিল।

নাগপুর: মহারাষ্ট্রের নাগপুরের কাতোলে শনিবার রাতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন প্রমোদ জানে নামে ৫৩ বছরের এক কৃষক। জনৈক সরকারি অফিসার জানিয়েছেন, প্রমোদের ৮৫ বছর বয়সি বাবা, গোপাল খেতের ফসল জড়ো করে তাতে আগুন লাগিয়ে তার মধ্যে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন আগেই। এর ৫ মাসের বেশি সময় বাদে তাঁর রাস্তাই নিলেন প্রমোদ। তিনি নাগপুরের জালাখেড়া তালুকের মাদনা গ্রামের বাসিন্দা। জালাখেড়া থানার জনৈক অফিসার বলেছেন, পরিবারটি আমাদের জানিয়েছে, প্রমোদ তিন মেয়ের একজনের পড়াশোনার জন্য লোন নিয়েছিলেন, নিজের ৫ একর জমির জন্য ব্যাঙ্কের কাছেও ধার ছিল, আরেক মেয়ের বিয়ের জন্যও বাজারে দেনা ছিল। চলতি বছরের ১ মার্চ গোপাল নিজের বাড়ির কাছে ছোলার খেতে ফসলের স্তূপে আগুন ধরিয়ে তাতে লাফিয়ে পড়েন। তাঁর মৃত্যু হয়। পুলিশ অবশ্য তখন গোপাল শারীরিক অসুস্থতার জন্য হতাশা থেকেই চরম পথ বেছে নিয়েছেন বলে দাবি করেছিল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















