Myanmar Earthquake: দীর্ঘ হচ্ছে মৃত্যু-মিছিল, ভূমিকম্পে মায়ানমার ও তাইল্যান্ডের ব্যাংককে মৃতের সংখ্যা বেড়ে ১৪৪; জখম ৭০০-র বেশি
Earthquake News: মায়ানমারে ভূমিকম্পের কিছুক্ষণের মধ্যেই সোশাল মিডিয়া এক্স হ্যান্ডেলে বিভিন্ন ছবি ও ভিডিও দেখা যায়।

নয়াদিল্লি : মায়ানমারে পর পর ছ'বার ভূমিকম্প। সবথেকে তীব্র ভূমিকম্পের মাপ রিখটার স্কেলে ছিল ৭.৭ । শুক্রবার স্থানীয় সময় বেলা ১২টা ৫০ মিনিটে পরপর কেঁপে ওঠে মায়ানমার। কম্পন অনুভূত হয় তাইল্য়ান্ড, ভারত ও চিনেও। এই পরিস্থিতিতে সময় বাড়ার সঙ্গে সঙ্গে মায়ানমার ও তাইল্যান্ডের ব্য়াংককে দীর্ঘ হচ্ছে মৃত্যুমিছিল। ভূমিকম্পে নিহতের সংখ্য়া বেড়ে দাঁড়িয়েছে অন্ততপক্ষে ১৪৪ জন। অন্যদিকে জখমের সংখ্যা ৭৩২। মায়ানমারের জুন্টার চিফ মিনিস্টার Aung Hlaing সতর্ক করে বলেছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। সেখানে ইমার্জেন্সি ঘোষণা করা হয়েছে। মায়ানমারের এই পরিস্থিতিতে সাহায্য়ের অনুরোধ জানানো হয়েছে। যে কোনও দেশ বা সংগঠন সাহায্য করতে পারে বলে তাদের তরফে বলা হয়েছে।
এদিন উত্তর তাইল্য়ান্ডেও কম্পন অনুভূত হয়। এর জেরে ব্যাংককে কিছু মেট্রো ও রেল পরিষেবা সাসপেন্ড করা হয়। পরিস্থিতি খতিয়ে দেখতে বৈঠকে বসেন তাইল্যান্ডের প্রধানমন্ত্রী। এরপর তিনিও ব্যাংককে ইমার্জেন্সি ঘোষণা করেন। ব্যাংককে একটি বহুতল ভেঙে তিন জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এর পাশাপাশি চিনের ইউন্নান প্রদেশে কম্পন অনুভূত হয়েছে। মৃদু কম্পন অনুভূত হয়েছে ভারতের কলকাতা ও মণিপুরে। এছাড়া কম্পন অনুভব করেন বাংলাদেশের ঢাকা ও চট্টগ্রামের মানুষও।
মায়ানমারে ভূমিকম্পের কিছুক্ষণের মধ্যেই সোশাল মিডিয়া এক্স হ্যান্ডেলে বিভিন্ন ছবি ও ভিডিও দেখা যায়। ব্যাঙ্ককে ভূমিকম্পের তীব্রতার ছবি দেখে রীতিমতো আতঙ্কিত হয়ে উঠেছেন নেটিজেনদের অনেকেই। পরিস্থিতির দিকে নজর রেখে ইমার্জেন্সি ঘোষণা করা হয়েছে মায়ানমারে।
একটি ভিডিওয় দেখা গেছে, তাইল্যান্ডের রাজধানী ব্যাংককে একটি নির্মীয়মাণ বহুতল সম্পূর্ণভাবে তাসের ঘরের মতো ভেঙে পড়ল। সেই ঘটনায় ৪৩ জনের হদিশ মিলছে না। অপর একটি ভিডিওয় দেখা গেছে, একটি আকাশচুম্বী ভবনের ইনফিনিটি পুলের জল আক্ষরিক অর্থেই উপর থেকে আছড়ে পড়ছে।
তৃতীয় একটি ভিডিওয় ব্যাংককের অ্যাথেনি হোটেলের একটি কনফারেন্স রুমের ছাদে ঝাড়বাতি উড়তে দেখা গেছে।
এই পরিস্থিতিতে ভূমিকম্প সম্পর্কিত যাবতীয় সতর্কতা নেওয়ার নির্দেশ দিয়েছেন তাইল্যান্ডের প্রধানমন্ত্রী। ভূমিকম্প অনুভূত হয়েছে মায়ানমার, ভারত, বাংলাদেশ ও চিনে। কলকাতা ছাড়াও কেঁপে উঠল একাধিক জেলা।
মায়ানমারে ভূমিকম্প তুলনামূলকভাবে সাধারণ বিষয়, যেখানে ১৯৩০ থেকে ১৯৫৬ সালের মধ্যে সাগাইং ফল্টের কাছে ৭.০ মাত্রার বা তার বেশি ছয়টি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ২০১৬ সালে মধ্য মায়ানমারের প্রাচীন রাজধানী বাগানে ৬.৮ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পে তিনজন নিহত হয়েছিলেন। পর্যটন কেন্দ্রটিতে মন্দিরের চূড়া ভেঙে পড়ে এবং মন্দিরের দেওয়াল ভেঙে পড়ে।





















