এক্সপ্লোর
মনুয়াকাণ্ডের ছায়া নন্দকুমারে, প্রেমিকের সাহায্যে স্বামীকে খুন করে পুঁতে দিল স্ত্রী!
অভিযোগ, প্রেমিকের সাহায্য নিয়ে স্বামীকে খুন করে বাড়ির সামনের গর্ত খুঁড়ে পুঁতে দেন আসমা।

কলকাতা: মনুয়াকাণ্ডের ছায়া পূর্ব মেদিনীপুরের নন্দকুমারের ফতেপুর এলাকায়। প্রেমিকের সঙ্গে যোগসাজশ করে স্বামীকে খুন করে দেহ লোপাটের অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, গত কয়েকদিন খোঁজ পাওয়া যাচ্ছিল না ফতেপুরের বাসিন্দা নূর মহম্মদের। তাঁর স্ত্রী আসমা বিবি নন্দকুমার থানায় মিসিং ডায়রি করেন। তদন্তে নেমে আসমাকে জিজ্ঞাসাবাদ করলে, তাঁর কথা-বার্তায় তথ্যের ফাঁক আছে বলে ধারণা হয় পুলিশের। খোঁজ নিয়ে আসমার প্রেমিক শেখ দুলালের হদিশ মেলে বলে পুলিশ সূত্রে দাবি। আসমার প্রেমিককে জেরা করেই পরই গোটা ঘটনা ফাঁস হয়। অভিযোগ, প্রেমিকের সাহায্য নিয়ে স্বামীকে খুন করে বাড়ির সামনের গর্ত খুঁড়ে পুঁতে দেন আসমা। যাতে কারও সন্দেহ না হয় তার জন্য গর্তের মুখ বালি, সিমেন্ট দিয়ে দেওয়া হয়। আসমা ও তাঁর প্রেমিককে আটক করেছে পুলিশ। আজই ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে গর্ত খুঁড়ে মৃতদেহ তোলার কথা। ওই দম্পতির দুই সন্তান আছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















