Modi-Mamata Meet: মোদি-মমতা বৈঠক শুক্রবার
Virtual Meet: আগামী শুক্রবার বিকেল ৫টায় হবে নরেন্দ্র মোদি ও মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল বৈঠক। উপস্থিত থাকবেন দেশের সবকটি রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা।
![Modi-Mamata Meet: মোদি-মমতা বৈঠক শুক্রবার Narendra Modi and Mamata Banerjee will hold a virtual meeting next Friday Modi-Mamata Meet: মোদি-মমতা বৈঠক শুক্রবার](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/07/0dbe145e5ac67b6786d2a39eb5f39e391670408141905229_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
আশাবুল হোসেন, কলকাতা: ভার্চুয়াল বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী (Prime Minister) ও মুখ্যমন্ত্রী (Chief Minister)। আগামী শুক্রবার নরেন্দ্র মোদি (Narendra Modi) ও মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee) ভার্চুয়াল বৈঠক (Virtual Meet) হবে।
মোদি-মমতার ভার্চুয়াল বৈঠক
আগামী শুক্রবার বিকেল ৫টায় হবে নরেন্দ্র মোদি ও মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল বৈঠক। উপস্থিত থাকবেন দেশের সবকটি রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা। কালীঘাট থেকে ভার্চুয়াল বৈঠকে হাজির থাকবেন মুখ্যমন্ত্রী। জি ২০ সম্মেলন সফল করতে আলোচনা করবেন মোদি। এর আগেই সেই নিয়ে একদফা বৈঠক করেছেন নরেন্দ্র মোদি।
প্রসঙ্গত গত ৫ ডিসেম্বর বিকেলে, G-20 আন্তর্জাতিক সম্মেলনের প্রস্তুতি বৈঠকে অংশ নিতে দিল্লি পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee )। সম্মেলনের প্রস্তুতি বৈঠক হয় রাষ্ট্রপতি ভবনে, নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী (Narendra Modi)। এই আন্তর্জাতিক সম্মেলন উপলক্ষ্যে অন্যান্য রাজ্যের পাশাপাশি একাধিক অনুষ্ঠান হবে পশ্চিমবঙ্গেও।
সূত্রের খবর, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত বৈঠকে যোগ দিয়েছেন। বৈঠকে বিদেশ মন্ত্রক ভারতের G20-র সভাপতিত্বে সরকারের পরিকল্পনা করা কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানান।
এই মাসের শুরুতেই সারা দেশে ২০০ টিরও বেশি প্রস্তুতিমূলক বৈঠকের আয়োজন করা হবে জানা যাচ্ছে। আগামী বছরের ৯ এবং ১০ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হওয়ার কথা জি-২০ সম্মেলন।
জি-২০ তে ভারত ছাড়াও আর্জেন্তিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চিন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, কোরিয়া প্রজাতন্ত্র, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন নিয়ে গঠিত।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)