Rabindra Bharati University: হাইকোর্টের নির্দেশে তৎপরতা, রবীন্দ্রভারতীর ২টি ক্যাম্পাস ঘুরে দেখলেন হেরিটেজ সংরক্ষণ কমিটির সদস্যরা
হেরিটেজ-ঐতিহ্যের তোয়াক্কা না করেই রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের তৃণমূলের শিক্ষাবন্ধু সমিতির পার্টি অফিস তৈরি হওয়ার অভিযোগ ঘিরে সম্প্রতি উত্তাল হয় রাজনীতি!
![Rabindra Bharati University: হাইকোর্টের নির্দেশে তৎপরতা, রবীন্দ্রভারতীর ২টি ক্যাম্পাস ঘুরে দেখলেন হেরিটেজ সংরক্ষণ কমিটির সদস্যরা After the order of the High Court, members of the Heritage Preservation Committee visited the 2 campuses of Rabindra Bharati. Rabindra Bharati University: হাইকোর্টের নির্দেশে তৎপরতা, রবীন্দ্রভারতীর ২টি ক্যাম্পাস ঘুরে দেখলেন হেরিটেজ সংরক্ষণ কমিটির সদস্যরা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/07/6ead6e4f8c64371035feec52491f43dc1670382718134176_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশের পর রবীন্দ্রভারতীর বিশ্ববিদ্যালয়ের (Rabindra Bharati University) ২টি ক্যাম্পাসেই পুরসভার হেরিটেজ সংরক্ষণ কমিটির সদস্যরা। ঘুরে দেখলেন তৃণমূলের (TMC) শিক্ষাবন্ধু সমিতির পার্টি অফিস। পরিদর্শনের ভিত্তিতে আদালতে রিপোর্ট দেবেন তাঁরা।
হেরিটেজ-ঐতিহ্যের তোয়াক্কা না করেই রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের তৃণমূলের শিক্ষাবন্ধু সমিতির পার্টি অফিস তৈরি হওয়ার অভিযোগ ঘিরে সম্প্রতি উত্তাল হয় রাজনীতি!...এই প্রেক্ষাপটে কলকাতা হাইকোর্টের নির্দেশের পর ২টি ক্যাম্পাসই ঘুরে দেখলেন পুরসভার হেরিটেজ সংরক্ষণ কমিটির সদস্যরা।
মঙ্গলবার সকালে পুলিশকে সঙ্গে নিয়ে প্রথমে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি ক্যাম্পাসে যান তাঁরা। তৃণমূলের শিক্ষাবন্ধু সমিতির পার্টি অফিস তৈরির জন্য কোথাও ফ্লোর উঁচু করা হয়েছে, কোথাও পরিবর্তন করা হয়েছে কাঠামোয়।
কলকাতা পুরসভার হেরিটেজ সংরক্ষণ কমিটির সদস্য হিমাদ্রি গুহর মন্তব্য়, কিছু পরিবর্তন হয়েছে। সেগুলি খতিয়ে দেখে রিপোর্ট দেওয়া হবে। রবীন্দ্রনাথ ভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সব্যসাচী বসু রায়চৌধুরীর কথায়, আদালত যে নির্দেশ দেবে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
ঠাকুরবাড়ি ক্যাম্পাস থেকে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বিটি রোড ক্যাম্পাসেও যান পুরসভার প্রতিনিধিরা। সেখানেও তৃণমূলের শিক্ষা বন্ধু সমিতির অফিসে ঘুরে দেখেন তারা। বি টি রোড ক্যাম্পাসের মরকতকুঞ্জের এই অফিস ঘিরেও তৈরি হয়েছে বিতর্ক।
সম্প্রতি কলকাতা হাইকোর্ট হেরিটেজ ভবনকে আগের চেহারায় ফিরিয়ে দিতে নির্দেশ দেয়। ৩ সপ্তাহের মধ্যে রবীন্দ্রভারতীর ২টি ক্যাম্পাস থেকেই দখলদার উচ্ছেদেরও নির্দেশ দেওয়া হয়েছে।
গত নভেম্বরে রবীন্দ্রভারতীর দুই ক্যাম্পাসে গজিয়ে ওঠা পার্টি অফিস গুঁড়িয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশ, হেরিটেজ ভবনকে আগের অবস্থায় ফিরিয়ে দিতে হবে। এর জন্য কলকাতা পুরসভা, পুলিশ ও হেরিটেজ কমিশনকে ৩ সপ্তাহ সময় বেধে দেয় হাইকোর্ট।
হেরিটেজ-ঐতিহ্যের তোয়াক্কা না করেই রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের জোড়াসাঁকো ঠাকুরবাড়ি ক্যাম্পাসে গজিয়ে উঠেছে তৃণমূলের শিক্ষাবন্ধু সমিতির পার্টি অফিস। সেই সংক্রান্ত মামলাতেই কলকাতা হাইকোর্ট কড়া নির্দেশ দেয়।
নির্দেশে বলা হয়., অবিলম্বে পার্টি অফিস ভেঙে, আগের অবস্থায় ফিরিয়ে দিতে হবে হেরিটেজ ভবনকে। আলাদা করে চিহ্নিত করতে হবে হেরিটেজ ভবনকে। ৩ সপ্তাহের মধ্যে রবীন্দ্রভারতীর ২টি ক্যাম্পাস থেকেই দখলদার উচ্ছেদ করতে হবে। শর্ত দেওয়া হয়, যদি হেরিটেজের কোনও ক্ষতি হয়ে থাকে, তাহলে তা মেরামত করে পুরনো অবস্থায় ফেরাতে হবে। রাজ্য সরকার, কলকাতা পুরসভা, হেরিটেজ কমিশন, পুলিশকে এই মর্মে নির্দেশ দিয়েছে আদালত
সম্প্রতি, জোড়াসাঁকো ঠাকুরবাড়ির মহর্ষি ভবনের পিছন দিকে একটি ঘরে তৃণমূলের শিক্ষাবন্ধু সমিতির পার্টি অফিস। হেরিটেজ ভবন ভেঙে পার্টি অফিস তৈরির অভিযোগে মামলা দায়ের হয় হাইকোর্টে। জোড়াসাঁকো ক্যাম্পাসের মতোই একই অভিযোগ বি টি রোড ক্যাম্পাসের মরকতকুঞ্জেও। এখানেই প্রথম সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে চাক্ষুস করেন বালক রবীন্দ্রনাথ। তার পাশেই তৃণমূলের শিক্ষাবন্ধু সমিতির বিরুদ্ধে পার্টি অফিস তৈরির অভিযোগ উঠেছে।
সামনেই তৈরি হয়েছে বিশ্ববাংলার স্ট্রাকচার।
সম্প্রতি মামলার শুনানিতে হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ প্রশ্ন তোলে,হেরিটেজ ভবন না হলেও, কেউ কি যে কোনও জায়গায় পার্টি অফিস বানিয়ে ফেলতে পারে? এই ব্যাপারে ৩ সপ্তাহের মধ্যে পদক্ষেপ করতে হবে কলকাতা পুরসভাকে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)