Narendra Modi: স্টেশন ও বিমানবন্দর উদ্বোধনে প্রধানমন্ত্রী, সিসি ক্যামেরায় নজরদারি, অযোধ্যায় কড়া নিরাপত্তা
Ayodhya: সেজে উঠছে স্টেশন থেকে এয়ারপোর্ট। বদলে যাচ্ছে অযোধ্য়া রেলস্টেশনের নাম। তার নতুন নাম রাখা হয়েছে অযোধ্য়া ধাম জংশন।
অর্ণব মুখোপাধ্যায়, অযোধ্যা: রাম মন্দির (Ram Mandir) উদ্বোধন ঘিরে অযোধ্যা জুড়ে তুমুল ব্যস্ততা। শনিবার আসছেন প্রধানমন্ত্রী। উদ্বোধন করবেন নবনির্মিত রেল ও বিমানবন্দর। বদলাচ্ছে রেল স্টেশনের নামও। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে অযোধ্য়াকে।
নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে অযোধ্যা: অযোধ্য়াজুড়ে (Ayodhya) এখন প্রায় রাজসূয় যজ্ঞ। ঐতিহাসিক মন্দির ঘিরে তুমুল ব্য়স্ততা। শনিবার সেখানে যাচ্ছেন প্রধানমন্ত্রী (PM Narendra Modi)। তার আগে জোরকদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সেজে উঠছে স্টেশন থেকে এয়ারপোর্ট। বদলে যাচ্ছে অযোধ্য়া রেলস্টেশনের নাম। তার নতুন নাম রাখা হয়েছে অযোধ্য়া ধাম জংশন। প্রধানমন্ত্রীর কর্মসূচির জন্য মঞ্চ তৈরি হচ্ছে। বড় স্ক্রিনে দেখানো হবে। রোড শো করার কথা রয়েছে।
#WATCH | Ayodhya, UP: On installation of security and safety features in Ram Temple premise, CK Srivastava, General Manager, Government Construction Corporation Uttar Pradesh says, "For the security of Ayodhya Ram temple, we have installed different safety features. We have used… pic.twitter.com/00d1emb92L
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) December 28, 2023
সূত্রের খবর, শনিবার প্রধানমন্ত্রী যে ২টি অমৃত ভারত ট্রেনের উদ্বোধন করবেন, তার মধ্য়ে একটি পাচ্ছে বাংলা। মালদা টাউন থেকে বেঙ্গালুরু পর্যন্ত যাবে ট্রেনটি। রামের মুকুটের আদলে সেজে উঠছে অযোধ্য়া ধাম জংশন। আর রামমন্দিরের রূপে সেজে উঠছে নতুন বিমানবন্দর। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা অযোধ্য়া। শহর জুড়ে বসানো হচ্ছে প্রচুর সিসিটিভি। রাস্তায় বসানো হচ্ছে আন্ডার ভেহিক্য়াল স্ক্য়ানার। অযোধ্য়া পুলিশের উচ্চ পদস্থ কর্তা রাজকিরণ নাইয়ার, “পুলিশ সবদিক থেকে প্রস্তুত। সেন্ট্রাল প্য়ারা মিলিটারি, অতিরিক্ত পুলিশ আছে। সব যাতে নিরাপদে হয়, ভিভিআইপি রয়েছে। বর্ডারে চেকিং হচ্ছে। যা প্রয়োজন তা করা হয়েছে।
এদিকে রাম মন্দির উদ্বোধনের আগে এদিন অযোধ্যায় রামলালার মূর্তি নিয়ে বৈঠক করে রাম জন্মভূমি ট্রাস্ট। মন্দির উদ্বোধনের যাবতীয় প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হবে। আগামীকাল রামলালা ট্রাস্টের আরও একটি গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। রামলালার কোন মূর্তি গর্ভগৃহে প্রতিষ্ঠা করা হবে, তা নিয়ে আলোচনা হবে। রাম মন্দিরের শেষ মুহূর্তের নির্মাণ কাজ কীভাবে চলছে, খতিয়ে দেখতে এদিন পরিদর্শনে যান অযোধ্যা রাম মন্দির নির্মাণ কমিটির চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Ayodhya Ram Temple : রাম মন্দিরে স্থাপন করা হবে রাম লালার নতুন মূর্তি, কী হবে পুরনো মূর্তির ?