Narendra Modi: 'স্বামীজির শিকাগো ভাষণের মতোই মহাকুম্ভ দেশাত্ববোধক চেতনাকে জাগিয়েছে', লোকসভায় বার্তা মোদির
PM Modi Speech: এদিনের পূর্ণকুম্ভ নিয়ে ভাষণ দিতে গিয়ে কখনও ভগীরথের প্রসঙ্গ টেনে এনেছেন আবার কখনও চৈতন্যদেবের ধর্মীয় আন্দোলন, স্বামীজি বিবেকানন্দের শিকাগো ভাষণেরও উল্লেখ করেছেন মোদি

নয়াদিল্লি: মঙ্গলবার লোকসভায় নরেন্দ্র মোদির মুখে উঠে এল মহাকুম্ভের প্রসঙ্গ। যদিও তাঁর ভাষণে পদপিষ্টের ঘটনা ও অগ্নিকাণ্ডের কোনও উল্লেখ ছিল না। প্রধানমন্ত্রী বলেছেন যে মহাকুম্ভের সাফল্য অসংখ্য অবদানের ফল। তিনি আরও যোগ করেন যে প্রয়াগরাজে এই মেগা ধর্মীয় অনুষ্ঠান একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক যা একটি জাগ্রত জাতির চেতনাকে প্রতিফলিত করে।
এদিন লোকসভায় মোদি বলেন, 'প্রয়াগরাজের পূর্ণকুম্ভের সাফল্যের নেপথ্যে যাঁদের অবদান, দেশের সেই সব কোটি কোটি মানুষকে আমি নতমস্তকে প্রণাম জানাচ্ছি। গোটা বিশ্ব ভারতের শক্তি দেখেছে। যাঁরা আমাদের সামর্থ নিয়ে প্রশ্ন তুলেছিলেন, পূর্ণকুম্ভের আয়োজন তাঁদের উপযুক্ত জবাব দিয়েছে। এই উৎসব আমাদের দেশাত্ববোধক চেতনাকে জাগিয়েছে। গোটা বিশ্বেই নানা সমস্যা রয়েছে। তবে সেই সমস্যা কাটিয়ে উঠে কোটি কোটি মানুষ প্রয়াগরাজে এসেছেন। পূর্ণকুম্ভ দেখিয়েছে ভারতবাসী তাঁর হারানো গৌরব ও সংস্কৃতিকে পালন করছেন। এই সংস্কৃতিকে সম্মান করার প্রবণতা আগের তুলনায় বেড়েছে। যুব সম্প্রদায়ও ভারতের আস্থা ও সংস্কৃতিকে অবলম্বন করছেন।’
এদিনের পূর্ণকুম্ভ নিয়ে ভাষণ দিতে গিয়ে কখনও ভগীরথের প্রসঙ্গ টেনে এনেছেন আবার কখনও চৈতন্যদেবের ধর্মীয় আন্দোলন, স্বামীজি বিবেকানন্দের শিকাগো ভাষণেরও উল্লেখ করেছেন মোদি। প্রধানমন্ত্রী আরও বলেন, “মহাকুম্ভ থেকে একতার অমৃত পেয়েছি আমরা। দেশের সমস্ত প্রান্ত থেকে আসা মানুষ এক হয়ে গিয়েছেন প্রয়াগরাজের তীর্থক্ষেত্রে। আলাদা আলাদা জায়গা থেকে এসে মানুষ দেশের একজোট হয়েছেন, ‘আমি’ থেকে তাঁরা মিশে গিয়েছেন ‘আমরা’য়। এখানে ছোট-বড়োর কোনও পার্থক্য ছিল না। মহাকুম্ভ হয়ে উঠেছিল একতার এক অনন্য নজির। গোটা বিশ্বে যখন আমরা ভাঙন দেখছি বৈচিত্রের মাঝে ঐক্যের উজ্জ্বল ছবি তুলে ধরেছে মহাকুম্ভ'।
প্রধানমন্ত্রী বলেন, “মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটে যা দেশকে নতুন করে জাগিয়ে তোলে। যেমন চৈতন্যদেবের ধর্মীয় আন্দোলন, স্বামী বিবেকানন্দের শিকাগো ভাষণ। স্বাধীনতা আন্দোলনেও এমন বহু মোড় এসেছে যা দেশবাসীকে প্রেরণা দিয়েছে স্বাধীনতার লক্ষ্যে পৌঁছতে। প্রয়াগরাজও তেমনই একটি মোড়।”
৪৫ দিন ধরে চলেছে পূর্ণকুম্ভ। যেটি শেষ হয়েছে গত ২৬ ফেব্রুয়ারি। উত্তরপ্রদেশ সরকারের পরিসংখ্যান অনুযায়ী মোট ৬৬ কোটির বেশি মানুষ পুণ্যস্নান সেরেছেন পূর্ণকুম্ভে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
