Narendra Modi : মার্কিন কংগ্রেসের যৌথ সভায় দ্বিতীয়বার ভাষণ দিয়ে ইতিহাস গড়বেন নরেন্দ্র মোদি
২১ জুন থেকে ২৪ জুন পর্যন্ত থাকবেন ভারতের প্রধানমন্ত্রী। আগামী ২২ জুন মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেবেন তিনি।
ওয়াশিংটন: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেনের (Joe Biden and First Lady Jill Biden ) আমন্ত্রণে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসছেন আমেরিকা সফরে। এখানে ২১ জুন থেকে ২৪ জুন পর্যন্ত থাকবেন ভারতের প্রধানমন্ত্রী। আগামী ২২ জুন মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেবেন তিনি। তাঁর এই বক্তৃতা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ, কারণ তিনিই হতে চলেছেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী (PM Modi )যিনি United States Congress -এর যৌথ অধিবেশনে এ নিয়ে দু'বার বক্তব্য পেশ করবেন।
সাত বছর আগে মোদির ভাষণের ভূয়সী প্রশংসা করে মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি যে আমন্ত্রণপত্র পাঠিয়েছেন, তা নিঃসন্দেহে দুই দেশের মধ্যে সম্পর্ককে আরও দৃঢ় করবে। বাইডেন সরকারের জাতীয় নিরাপত্তা পরিষদের কর্তা জন কারবি নরেন্দ্র মোদির ওয়াশিংটন সফরের আগেই ভারতীয় গণতন্ত্রের ঢালাও প্রশংসা করেন। ভারতকে প্রাণবন্ত গণতান্ত্রিক দেশ বলে তারিফ করেন তিনি।
এর আগে এই কৃতিত্ব অর্জন করেছেন ইজরায়েলের রাষ্ট্রপতি বেঞ্জামিন নেতানিয়াহু। ইজরায়েলের রাষ্ট্রপতি তিনবার মার্কিন কংগ্রেসের যৌথ সভায় ভাষণ দিয়েছেন। মার্কিন কংগ্রেসের যৌথ সভায় আমন্ত্রণ পাওয়ার পরও মঙ্গলবার প্রধানমন্ত্রী মোদি টুইট করে ধন্যবাদ জানান, তাঁকে মার্কিন কংগ্রেসে ভাষণ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
মোদিকে আমন্ত্রণ জানানোর সময় হোয়াইট হাউস জানায়, এর মাধ্যমে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও গভীর ও ঘনিষ্ঠ হবে। প্রত্যুত্তরে মোদিও তাঁদের ধন্যবাদ জানান। সেই সঙ্গে বলেন, তিনিও যৌথ অধিবেশনে ভাষণ দিতে আগ্রহী। মোদিও তাঁর বার্তায় জানান, এর মাধ্যমে দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নত হবে।
ইন্দো-প্যাসিফিক অঞ্চলের মার্কিন প্রশাসনের শীর্ষ কর্মকর্তা কার্ট ক্যাম্পবেল বলেন, এই সফর মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ । ভারতের সঙ্গে সম্পর্ককে পবিত্র করতে সাহায্য করবে।
রাষ্ট্রপতি জো বাইডেনের আমন্ত্রণে প্রধানমন্ত্রী মোদি ২২ জুন মার্কিন যুক্তরাষ্ট্রে আসছেন। সেদিন রাষ্ট্রীয় নৈশভোজের অংশ নেবেন তিনি। ১৪ বছর পর ভারতের প্রধানমন্ত্রী মার্কিন রাষ্ট্রপতির সঙ্গে এখানে নৈশভোজ সারবেন। এর আগে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ একবার এমন নৈশভোজে আমন্ত্রিত ছিলেন। তখন মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামা ।
২০১৬ সালে, মোদি ষষ্ঠ ভারতীয় প্রধানমন্ত্রী, যিনি মার্কিন কংগ্রেসে ভাষণ দেন। জওহরলাল নেহরু ছিলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী যিনি ১৯৪৯ সালে হাউস এবং সেনেটে আলাদাভাবে ভাষণ দিয়েছিলেন। পরবর্তীতে রাজীব গাঁধী ১৯৮৫ সালে মার্কিন কংগ্রেসে ভাষণ দেন। পি.ভি. নরসিমা রাও ভাষণ দেন ১৯৯৪ সালে। অটল বিহারী বাজপেয়ী ২০০০ সালে এবং মনমোহন সিংহ ২০০৫ সালে ভাষণ দেন।