Narendra Modi : ৫০ হাজার কোটি টাকার প্রকল্প নিয়ে ৪ রাজ্যে মোদি !
Narendra Modi UP Visit : চার রাজ্যে ছোট-বড় মিলিয়ে প্রায় ৫০,০০০ কোটি টাকার প্রায় ৫০টি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন মোদি।
নয়াদিল্লি : লোকসভা ভোটের ( Loksabha Election 2024 ) আগে চার রাজ্যে উপহারের ডালি নিয়ে হাজির হতে চলেছেন নরেন্দ্র মোদি ( Narendra Modi ) । উত্তরপ্রদেশ, তেলঙ্গানা, রাজস্থান এবং ছত্তীসগঢ় এই চার রাজ্যের প্রায় ৫০টি প্রকল্পের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী। চলতি বছরের শেষের দিকেই এই চার রাজ্যে নির্বাচনা। তাই মোদির এই সফর একসঙ্গে সামনের বছরের লোকসভা ও এ বছরের বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে বলেই বিশেষ গুরুত্ব দিচ্ছে রাজনৈতিক মহল। এই সফরে এই চার রাজ্যে ছোট-বড় মিলিয়ে প্রায় ৫০,০০০ কোটি টাকার প্রায় ৫০টি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি।
৭ জুলাই থেকে সফর শুরু করবেন মোদি। ৭-৮ জুলাই ছত্তীসগড়, উত্তরপ্রদেশ, তেলঙ্গনা ও রাজস্থান সফর করবেন প্রধানমন্ত্রী । ৩৬ ঘণ্টায় প্রায় এক ডজন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা তাঁর। এই সফরের মধ্যে রয়েছে কাশীধাম। উত্তরপ্রদেশে প্রধানমন্ত্রীর নিজের লোকসভা কেন্দ্র বারাণসী। সেখানে প্রায় ১২ হাজার কোটি টাকার প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করার কথা তাঁর।
৭ জুলাই প্রধানমন্ত্রী মোদির সূচি
৭ জুলাই, প্রধানমন্ত্রী মোদি প্রথমে দিল্লি থেকে রায়পুরে যাবেন। সেখানে বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। এর মধ্যে রয়েছে রায়পুরে তাঁর জনসভা করার কথা। এর পরে, প্রধানমন্ত্রী মোদি যাবেন গোরখপুরে। সেখানে তিনি গীতা প্রেসের একটি অনুষ্ঠানে অংশ নেবেন। এখানে তিনি ৩ টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন । গোরখপুর রেলওয়ে স্টেশনের পুনর্নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তরও স্থাপন করবেন প্রধানমন্ত্রী।
গোরখপুরের পর নিজের নির্বাচনী কেন্দ্র বারানসীতে যাবেন প্রধানমন্ত্রী মোদি। সেখানে বেশ কয়েকটি বড় প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন ছাড়াও তিনি পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন থেকে সোন নগর পর্যন্ত মালবাহী করিডোরের নতুন লাইনের উদ্বোধন করবেন। মণিকর্ণিকা ঘাট এবং হরিশচন্দ্র ঘাটের সংস্কারের ভিত্তিপ্রস্তরও স্থাপন করবেন প্রধানমন্ত্রী মোদি। বারানসী-জৌনপুরের মধ্যে ৫৬ নম্বর জাতীয় মহাসড়ককে চার লেনে পরিণত করার প্রকল্পের উদ্বোধন করবেন । এছাড়াও আরও কয়েকটি প্রকল্প উদ্বোধন করার কথা রয়েছে তাঁর।
৮ জুলাই প্রধানমন্ত্রী মোদির কর্মসূচি
৮ জুলাই, প্রধানমন্ত্রী মোদি বারাণসী থেকে তেলঙ্গনার ওয়ারাঙ্গলে পৌঁছাবেন। সেখানে ৫৬৩ নম্বর জাতীয় মহাসড়কের করিমনগর-ওয়ারাঙ্গল অংশটিকে চওড়া করে চার লেনে পরিণত করার প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। করবেন নাগপুর-বিজয়ওয়াড়া করিডোরের প্রধান অংশের নির্মাণ সহ বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এর পর ওয়ারঙ্গালে জনসভা করবেন তিনি।
ওয়ারঙ্গল থেকে বিকানেরে যাবেন প্রধানমন্ত্রী। সেখানেও তিনি অনেক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন। তিনি অমৃতসর-জামনগর এক্সপ্রেসওয়ের বেশ কয়েকটি অংশের উদ্বোধন করবেন।