নাসিকে বাস দুর্ঘটনায় মৃত বেড়ে ২৫, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর, ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা মহারাষ্ট্রের
সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল, যে রিক্সাটি কার্যত উড়ে গিয়ে ওই কুয়োয় গিয়ে পড়ে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন আহতদের যথাসম্ভব সাহায্য করতে। মৃতদের পরিবারপিছু ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেছেন মহারাষ্ট্রের পরিবহণমন্ত্রী।
নাসিক: মহারাষ্ট্রে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু ২৫ জনের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নাসিকের দেওলা অঞ্চলে। খবরে প্রকাশ, মঙ্গলবার নিয়ন্ত্রণ হারিয়ে রিকশয় ধাক্কা মারে বাস। রাস্তার ধারে থাকা গভীর কুয়োয় পড়ে যায় বাস ও রিকশটি। প্রাণ হারান ২৫ জন। বাস থেকে ৩০ জনকে উদ্ধার করা হয়েছে।
জানা গিয়েছে, বাসটি মালেগাঁও থেকে কল্যানে যাচ্ছিল। প্রত্যক্ষদর্শীদের দাবি, বাসটির টায়ার ফেটে যায়। তার ফলেই এই বিপত্তি। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল, যে রিক্সাটি কার্যত উড়ে গিয়ে ওই কুয়োয় গিয়ে পড়ে। খবর পেয়েই উদ্ধারকার্যে নেমে পড়ে পুলিশ, দমকল। হাত লাগান স্থানীয়রাও।
নাসিকের ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন আহতদের যথাসম্ভব সাহায্য করতে।
The accident in Maharashtra’s Nashik district is unfortunate. In this hour of sadness, my thoughts are with the bereaved families. May the injured recover at the earliest: PM @narendramodi
— PMO India (@PMOIndia) January 29, 2020
মৃতদের পরিবারপিছু ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য ও আহতদের নিখরচায় চিকিৎসা পরিষেবার কথা ঘোষণা করেছেন মহারাষ্ট্রের পরিবহণমন্ত্রী তথা মহারাষ্ট্রের রাজ্য পরিবহণ নিগমের চেয়ারম্যান অনিল পরব। তিনি বলেন, অত্যন্ত দুর্ভাগ্যজনক।
Nashik Accident, PM Narendra Modi, 10 Lakh Ex-Gratia, Uddhav Thackeray