এক্সপ্লোর
গুরেজ সেক্টরের তুষারধসে ১৫ জওয়ান সহ মৃত ২০, আরও ধস নামার আশঙ্কা
![গুরেজ সেক্টরের তুষারধসে ১৫ জওয়ান সহ মৃত ২০, আরও ধস নামার আশঙ্কা 20 Including 15 Soldiers Dead In Jk Avalanche Met Warns Of More গুরেজ সেক্টরের তুষারধসে ১৫ জওয়ান সহ মৃত ২০, আরও ধস নামার আশঙ্কা](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/01/27140153/GANDERBAL-AVLANCH-2501.17_15_18_19.Still0032-580x395.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
শ্রীনগর: জম্মু ও কাশ্মীরের বান্দিপোরার গুরেজ সেক্টরে তুষার ধসে চাপা পড়া আরও পাঁচ সেনা জওয়ানের দেহ উদ্ধার করা হল। ফলে এই প্রাকৃতিক বিপর্যয়ে এ পর্যন্ত ১৫ জওয়ানের মৃত্যু হল। পাশাপাশি, এই অঞ্চলে আরও তুষারধসের আশঙ্কার কথাও জানানো হয়েছে।
পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, এদিন গুরেজে উদ্ধারকারী দল আরও পাঁচ জওয়ানের দেহ উদ্ধার করেছে। গত বুধবার সন্ধেয় এই সেক্টরে জোড়া তুষার ধসের মুখে পড়তে হয় সেনা জওয়ানদের। ওই দিনই উদ্ধার অভিযান চালিয়ে সাত জওয়ানকে নিরাপদে উদ্ধার করা হয়েছিল। গতকাল ১০ জওয়ানের দেহ উদ্ধার করা হয়।
এদিকে, বারামুল্লা জেলার উরি সেক্টরে তুষার ধসে এক ৬০ বছরের বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল সন্ধেয় বাড়ির বাইরে বেরিয়ে তুষার ধসে কবলে পড়েন তিনি।
উল্লেখ্য, গত বুধবার থেকে একের পর এক তুষার ধসে কাশ্মীরে ১৫ জওয়ান সহ ২০ জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন -- নায়েব সুবেদার আরম সিংহ গুরজর, মেজর অমিত সাগর, হাভিলদার বিজয় কুমার শুক্লা, নায়েক অজিত সিংহ, সেপাই আনন্দ গবাই, সেপাই আজাদ সিংহ, সেপাই দেবেন্দ্র কুমার সোনি, সেপাই এলাভার্সন বি, সেপাই নাগরাজু মামিডি, সেপাই সমুন্দরে বিকাশ, সেপাই সন্দীপ কুমার, সেপাই সঞ্জু সুরেশ খান্ডারে, সেপাই সুন্দর পান্ডি, সেপাই সুনীল পটেল এবং ক্র্যাফটসম্যান অঙ্কুর সিংহ।
আবহাওয়া দফতর সূত্রে নতুন করে তুষার পাতের পরিপ্রেক্ষিতে আরও তুষার ধসের সতর্কতা জারি করা হয়েছে। তুষারধসে জওয়ান ও সাধারণ নাগরিকের ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। এদিন সেনাপ্রধান বিপিন রাওয়াতকে এক বার্তায় প্রণববাবু জানান, জওয়ানের মৃত্যুতে তিনি শোকাহত। শোকপ্রকাশ করা হয় জম্মু ও কাশ্মীর বিধানসভাতেও।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)