দেওয়াল ফুটো করে গোল্ড লোন সংস্থার দফতর থেকে চুরি ৯ কোটি টাকার সোনার গয়না
মুম্বই: গোল্ড লোন সংস্থার একটি ব্রাঞ্চ থেকে প্রায় ৩০ কেজি সোনার গয়না চুরি গিয়েছে। যার মূল্য প্রায় ৯ কোটি টাকা! চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ঠাণেতে। তদন্তে নেমেছে ক্রাইম ব্রাঞ্চ।
পুলিশ জানিয়েছে, ঠাণে জেলার উল্লাসনগরে ওই সংস্থার দফতরে গতকাল রাতে ঢোকে চোরের দল। তারা সিড়ির পাশের দেওয়ালে সিঁদ কেটে অফিসে প্রবেশ করে। পরে, গ্যাস কাটার দিয়ে লকার কেটে সেখান থেকে প্রায় ৯ কোটি মূল্যের সোনার গয়না চুরি করে পালায়।
এদিন সকালে দফতর খোলার পর বিষয়টি প্রকাশ্যে আসে। জানা গিয়েছে, চোরেরা সোনার গয়না ভরা ১২টি বাক্স ছেড়ে গিয়েছে। পুলিশ আরও জানিয়েছে, চুরি করার সময় চোরেরা দফতরের সিসিটিভি-গুলি বিকল করে দেয়। দফতরের এক নিরাপত্তারক্ষী এই ঘটনার পর বেপাত্তা হয়ে গিয়েছে। পুলিশের আশঙ্কা, ওই চুরির সঙ্গে সেও জড়িত রয়েছে।
ইতিমধ্যেই, নেপাল ও ঝাড়খণ্ডে চারটি দল পাঠিয়েছে ঠাণে পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। পুলিশ জানিয়েছে, এর আগে ভিওয়ান্ডি ও অম্বরনাথে একই ভাবে চুরির ঘটনা ঘটেছিল। সেই বিষয়গুলিও খতিয়ে দেখছে পুলিশ।