RG Kar Student Death: মৃতদেহ উদ্ধারের ১৪ ঘণ্টা পর কেন FIR করা হল? প্রশ্ন সুপ্রিম কোর্টের
ABP Ananda Live: ঘটনার পর অধ্যক্ষেরই তো অবিলম্বে FIR করা উচিত ছিল। কিন্তু তিনি তা করেননি কেন? ওই সময় অধ্যক্ষের সঙ্গে কে যোগাযোগে ছিলেন? আর জি কর মামলার শুনানিতে প্রশ্ন তুলল সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতির প্রশ্ন, মৃতদেহ উদ্ধারের ১৪ ঘণ্টা পর কেন FIR করা হল? উদ্দেশ্য কী ছিল?
আর জি কর-কাণ্ড সামনে আসার পর থেকেই অধ্য়ক্ষ হিসেবে সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে সরব হন আন্দোলনকারীরা। পড়ুয়াদের লাগাতার আন্দোলনে ও চাপের মুখে আর জি কর মেডিক্য়াল কলেজের অধ্য়ক্ষের পদে ইস্তফা দেন তিনি। কিন্তু, বিকেলেই তাঁকে ন্য়াশনাল মেডিক্য়ালের অধ্য়ক্ষ করে দেওয়া হয়। যা নিয়ে প্রশ্ন তোলে কলকাতা হাইকোর্ট।
বৃহস্পতিবার অধ্য়ক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল সুপ্রিম কোর্টও। প্রধান বিচারপতি প্রশ্ন করেন, ঘটনার পর পরই কেন কলেজ কর্তৃপক্ষ FIR করেনি?




















