৩১ ডিসেম্বরের মধ্যে আধার না জুড়লে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিষ্ক্রিয়, নির্দেশিকা কেন্দ্রের
নয়াদিল্লি: নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে বা ৫০ হাজারের ওপর যে কোনও লেনদেনে এবার থেকে আধার কার্ড বাধ্যতামূলক করল কেন্দ্র।
এক বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্রীয় রাজস্ব দফতর নির্দেশ দিয়েছে, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে বর্তমান অ্যাকাউন্ট হোল্ডারদের নিজ নিজ আধার নম্বর ব্যাঙ্কে জানাতে হবে। না হলে, আগামী বছরের প্রথম দিন থেকে ওই অ্যাকাউন্ট সক্রিয় থাকবে না।
অন্যদিকে, কোম্পানির ক্ষেত্রে সংস্থার ম্যানেজার মর্যাদার পদাধিকারী বা আর্থিক লেনদেন করার অনুমতিপ্রাপ্ত আধিকারিকদের আধার কার্ড দিতে হবে।
একইসঙ্গে, নির্দেশিকায় আরও জানানো হয়েছে, এবার থেকে ব্যাঙ্কের মাধ্যমে ৫০ হাজার টাকার ওপর যে কোনও লেনদেনের ক্ষেত্রে প্যান অথবা ফর্ম ৬০-র সঙ্গে বাধ্যতামূলক লাগবে আধার নম্বরও।
চলতি বছরের বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি আধারের সঙ্গে প্যান নম্বর জুড়ে দেওয়া বাধ্যতামূলক বলে ঘোষণা করেছিলেন। তাঁর দাবি ছিল, এর ফলে, এক ব্যক্তির নামে একাধিক প্যান কার্ড ও কর-ফাঁকি রোধ করা সম্ভব হবে।
২০০৫ সালের প্রিভেনশন অফ মানি লন্ডারিং রুলস বা পিএমএলএ-তে সংশোধন এনে জারি করা নির্দেশিকার মাধ্যমে বৈধ কেওয়াইসি নথি ছাড়া খোলা যায় এমন ছোট অ্যাকাউন্টের ক্ষেত্রেও নিয়মে কড়াকড়ি করেছে কেন্দ্র।
নতুন নির্দেশিকা অনুযায়ী, এই ধরনের অ্যাকাউন্টে সর্বাধিক ৫০ হাজার টাকা পর্যন্ত রাখা যাবে। এছাড়া, ব্যাঙ্কের যে শাখায় কোর ব্যাঙ্কিং সলিউশন (সিবিএস) রয়েছে, একমাত্র সেখানেই খোলা যাবে এই অ্যাকাউন্ট। অথবা, এমন ব্রাঞ্চে—যেখানে বিদেশি মুদ্রা জমা পড়ছে কি না, তার ওপর নজরদারি করা সম্ভব।
প্রাথমিকভাবে ওই অ্যাকাউন্টের মেয়াদ হবে এক বছর। যদি দেখা যায়, সেখানে সন্দেহজনক লেনদেন হয়েছে, বা সেখান থেকে আর্থিক তছরুপ বা নাশকতার জন্য অর্থ ব্যবহার করা হয়েছে, তাহলে অ্যাকাউন্ট ফ্রিজ করা হবে। অ্যাকাউন্টধারীকে নথি পেশ করে টাকার দাবি পেশ করতে হবে।