Suvendu Adhikari : মেদিনীপুর মেডিক্যালে প্রসূতি মৃত্যু নিয়ে রাজ্যসরকারকে তোপ শুভেন্দুর
ABP Ananda LIVE : মেদিনীপুর মেডিক্যালে প্রসূতি মৃত্যু নিয়ে রাজ্যসরকারকে তোপ শুভেন্দুর। 'ওষুধ সরবরাহকারী সংস্থা পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল লিমিটেডের বিরুদ্ধে ডিরেক্টরদের নাম কয়েকশ ভুয়ো কোম্পানি', সোশ্যাল মিডিয়ায় পোস্ট বিরোধী দলনেতার।
'বিষাক্ত' স্যালাইনে প্রসূতি মৃত্যুর অভিযোগ, SFI-DYFI- এর বিক্ষোভে উত্তাল মেদিনীপুর মেডিক্যাল চত্বর
এদিকে ‘বিষাক্ত’ স্যালাইনে প্রসূতি মৃত্যুর অভিযোগ, অসুস্থ আরও ৩ প্রসূতি। তাঁদের মধ্যে এক প্রসূতির অবস্থা আশঙ্কাজনক। কেন অসুস্থ প্রসূতিদের শারীরিক অবস্থা কেমন রয়েছে, এখন কেমন রয়েছেন তাঁরা, তার তথ্য দেওয়া হচ্ছে না, এই অভিযোগ তুলে মেদিনীপুর মেডিক্যাল কলেজ চত্বরে বিক্ষোভ দেখিয়েছে বাম এবং কংগ্রেস। গতকালও হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখিয়েছিল এসএফআই। আজ মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বরে একযোগে বিক্ষোভে শামিল হয়েছে এসএফআই এবং ডিওয়াইএফআই। অসুস্থ প্রসূতিদের শারীরিক অবস্থা কেমন রয়েছে তা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে চান বিক্ষোভকারীরা। কিন্তু তাদের অভিযোগ, হাসপাতালের তরফে কেউই কথা বলতে রাজি নন। এরই প্রতিবাদে আঁচ বাড়তে থাকে বিক্ষোভের। পরিস্থিতি নিয়ন্ত্রণে নামে পুলিশ বাহিনী। সেই সময়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়েছে বাম ছাত্র-যুব সংগঠনের সদস্যদের। পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কিতে সাময়িক ভাবে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। মেদিনীপুর মেডিক্যাল কলেজে গিয়ে বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মীরাও।


















