এক্সপ্লোর
Advertisement
কর্নাটক: আস্থাভোটের আগে বেসুরো কংগ্রেস, কুমারস্বামীর ৫ বছর মুখ্যমন্ত্রী থাকবেন কিনা চূড়ান্ত নয়, বললেন উপমুখ্যমন্ত্রী
বেঙ্গালুরু: কিছুক্ষণের মধ্যেই আস্থাভোটে যেতে চলেছে কর্নাটকের জেডিএস-কংগ্রেস জোট। কিন্তু ঠিক তার আগে বেসুরো বাজল কংগ্রেস। উপ মুখ্যমন্ত্রী, কংগ্রেসের জি পরমেশ্বরা সবাইকে অবাক করে দিয়ে বললেন, টানা ৫ বছর এইচ ডি কুমারস্বামী মুখ্যমন্ত্রী থাকবেন কিনা তা এখনও স্থির হয়নি।
১০ দিনের রাজনৈতিক অনিশ্চয়তা কাটিয়ে আজ সম্ভবত আস্থাভোটে জিততে চলেছে জেডিএস-কংগ্রেস জোট। কংগ্রেসের বিধায়ক সংখ্যা ৭৮, জেডিএসের ৩৬। জোটের দাবি, এক নির্দল ও এক কেপিজেপি বিধায়কের সমর্থনও তাদের দিকে রয়েছে। এরই মধ্যে বোমা ফাটিয়েছেন খোদ উপ মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, কোন মন্ত্রী কোন দফতর পাবেন এখনও ঠিক হয়নি, সব খুঁটিনাটি চূড়ান্ত হওয়া এখনও বাকি.. তারপর আসছে ৫ বছরের সময়সীমার কথা, শুধু ওরাই মুখ্যমন্ত্রিত্ব পাবে না আমরাও থাকব- এ সব নিয়ে আলোচনা হয়নি এখনও।
কম আসন পাওয়ার পরেও জেডিএসকে ৫ বছরের জন্য মুখ্যমন্ত্রিত্ব দিতে কংগ্রেসের কোনও অসুবিধে আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, সব দিক বিবেচনা করে এ নিয়ে সিদ্ধান্ত হবে, আমাদের মূল লক্ষ্য ভাল প্রশাসন দেওয়া।
স্পিকার পদের জন্য আবেদন করেছে কংগ্রেস। বিজেপি ওই পদের জন্য আবেদন করলেও মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement