এক্সপ্লোর
মাঝ আকাশে পাইলটের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এয়ার ইন্ডিয়ার বিমান সেবিকার

মুম্বই: মাঝ আকাশেই ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েছিলেন এয়ার ইন্ডিয়ার বিমানের পাইলট ও বিমান সেবিকা। গত ৪ মে শুক্রবারের ঘটনা। বিমান তখন আহমেদাবাদ থেকে মুম্বই যাচ্ছিল। পুলিশ সূত্রে এ কথা জানা গেছে। ওই ঘটনার পর বিমান সেবিকা মুম্বইয়ের সহর থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ, ওই পাইলট তাঁর শ্লীলতাহানি করেছেন। এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের কাছ থেকে এ ব্যাপারে কোনও প্রতিক্রিয়া মেলেনি। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, বিমান সেবিকার অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই পাইলটের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ (সম্ভ্রমহানির জন্য কোনও মহিলাকে নিগ্রহ বা বলপ্রয়োগ) ধারায় মামলা রুজু করা হয়েছে। ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন





















