এক্সপ্লোর
Advertisement
গরহাজির মুলায়ম-শিবপাল, নির্বাচনী ইস্তাহার প্রকাশ করে মোদী, বিজেপিকে আক্রমণ অখিলেশের
লখনউ: নির্বাচনী ইস্তাহার প্রকাশ করে নরেন্দ্র মোদীকে প্রচ্ছন্ন আক্রমণ অখিলেশ সিংহ যাদবের। তিনি ফের ক্ষমতায় এলে রাজ্যের ১ কোটি লোক মাসে ১০০০ টাকা করে পেনসন পাবে বলে প্রতিশ্রুতি দেন অখিলেশ।
তবে সমাজবাদী পার্টির ঘরোয়া বিবাদ মিটিয়ে ফেলে ঐক্যবদ্ধ চেহারা দেখাতে পারলেন না সমাজবাদী পার্টির এই তরুণ তুর্কি নেতা। কারণ রবিবারের ইস্তাহার প্রকাশ অনুষ্ঠানে ছিলেন না মুলায়ম সিংহ যাদব, তাঁর ভাই শিবপাল সিংহ যাদব। এই দুজনের সঙ্গেই দলের নেতৃত্বের প্রশ্নে সংঘাত রয়েছে অখিলেশের।
মোদী, বিজেপিকে একহাত নিয়ে তিনি বলেন, যারা অচ্ছে দিন-এর প্রতিশ্রুতি দিয়েছিল, তাদের এখন মানুষ খুঁজছে। মোদীকে প্রশ্ন করেন, অচ্ছে দিন-এর সংজ্ঞা কী? কটাক্ষ করে বলেন, বিজেপির উন্নয়ন নিয়ে কিছু বলার মুখই নেই। কখনও ওরা আপনার হাতে ঝাড়ু ধরিয়ে দিচ্ছে, কখনও যোগব্যায়াম করতে বলছে।
পাশাপাশি আক্রমণ করেন মায়াবতীকেও। বহুজন সমাজ পার্টি (বসপা) নেত্রীকে কটাক্ষ করে বলেন, উত্তরপ্রদেশের জন্যা পাত্থরওয়ালি সরকার কিছুই করেনি, একমাত্র দলীয় প্রতীক হাতির মূর্তি বসানো ছাড়া। আবার ক্ষমতায় এলে আগের চেয়ে আরও বেশি হাতির মূ্র্তি বসাবে!
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement