এক্সপ্লোর
Advertisement
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ, পুলিশে নালিশ
বেঙ্গালুরু: আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ উঠল। বেঙ্গালুরুতে সংস্থার একটি অনুষ্ঠানে ভারত ও ভারতীয় সেনার বিরুদ্ধে স্লোগান উঠেছে বলে খবর। বেআইনিভাবে লোক জড়ো করা, শত্রুতা ও দাঙ্গা বাধানোর চেষ্টার অভিযোগেও তাদের বিরুদ্ধে পুলিশে নালিশ দায়ের হয়েছে।
স্থানীয় দ্য ইউনাইটেড থিওসফিক্যাল কলেজে কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘন নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইন্ডিয়া। সেখানেই কাশ্মীরকে ভারত থেকে বিচ্ছিন্ন করার স্লোগান ওঠে বলে অভিযোগ।
অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের অভিযোগ, ‘ব্রোকেন ফ্যামিলিজ’ নামে ওই অনুষ্ঠানে শুধু যে কাশ্মীরীদের প্রতি সহানুভূতিই দেখানো হয়েছে তা নয়, সেখানে ‘আজাদি’-র স্লোগানও ওঠে। কাশ্মীরীদের ‘যন্ত্রণা’-কে তুলে ধরতে আমন্ত্রণ করা হয় বেশ কয়েকজন কাশ্মীরীকে। সেখানে তাঁরা অভিযোগ করেন, ভারতীয় সেনার হাতে কীভাবে তাঁদের পদে পদে ‘নাজেহাল’ হতে হচ্ছে। তারপরেই ওঠে ভারত বিরোধী স্লোগান, কাশ্মীরকে ভারত থেকে বিচ্ছিন্ন করে পাকিস্তানকে উপহার দেওয়ার দাবি। সংবাদমাধ্যমের কেউ বাস্তব পরিসংখ্যান তুলে ধরে সেনার সমর্থনে এগিয়ে এলে তাঁকে হেনস্থা করা হয়। সন্ধে সাতটা থেকে পৌনে নটার অনুষ্ঠানের শেষে ভারত বিরোধী স্লোগান উঠলে উপস্থিত পুলিশকর্মীরা অনুষ্ঠান বন্ধ করে দেন। সমাবেশে হাজির এবিভিপি সমর্থকরা বিচ্ছিন্নতাবাদীদের বিরোধিতায় পাল্টা স্লোগান দেওয়া শুরু করলে উত্তপ্ত হয়ে ওঠে কলেজ চত্বর।
অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের অভিযোগ, মৃত হিজবুল জঙ্গি বুরহান ওয়ানির সমর্থনে ডাকা হয় ওই সভা। তার সমর্থনে নাটক মঞ্চস্থ হয়, তাতে প্রার্থনা করা হয় তার পুনর্জন্মের। গোটা অনুষ্ঠানটির ভিডিও পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছে এবিভিপি।
যদিও অ্যামনেস্টির দাবি, মতপ্রকাশের স্বাধীনতা আন্তর্জাতিক মানবাধিকার আইনের আওতাভুক্ত, শান্তিপূর্ণভাবে কাশ্মীরীদের 'যন্ত্রণা'-কে তুলে ধরার চেষ্টা করে তারা কোনও অন্যায় করেনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement