এক্সপ্লোর
Advertisement
বিহারে ২৮ মন্ত্রীর ২২ জনই কোটিপতি
নয়াদিল্লি: বিহার দেশের অন্যতম একটি দরিদ্র রাজ্য। কিন্তু রাজ্যের বেশিরভাগই মন্ত্রীই কোটিপতি। বিহারের নীতীশ কুমারের নেতৃত্বাধীন সরকারের ২৮ মন্ত্রীর মধ্যে ২২ জনই কোটিপতি। স্বয়ং মুখমন্ত্রী নীতীশ ও উপমুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদীও কোটিপতি। মন্ত্রীদের বার্ষিক সম্পত্তি ঘোষণা সংক্রান্ত তথ্য থেকে এ কথা জানা গেছে।উল্লেখযোগ্য বিষয় হল, নীতীশ কুমারের সম্পত্তির পরিমাণ তাঁর ছেলের চেয়ে কম। তেমনি উপমুখ্যমন্ত্রী সম্পত্তির পরিমাণ তাঁর স্ত্রীর থেকে কম।
সম্পত্তি ঘোষণা অনুযায়ী, নীতীশ মন্ত্রিসভায় বিজেপির সুরেশ কুমার শর্মা সবচেয়ে ধনী মন্ত্রী। তাঁর সম্পত্তির পরিমাণ ১০ কোটি টাকা। অন্যদিকে, বিজেপি মন্ত্রী রানা রণধীরের সম্পত্তির পরিমাণ সবচেয়ে কম- ২৩.১০ লক্ষ টাকা। বিহারের ছয় মন্ত্রীর কাছে রয়েছে আগ্নেয়াস্ত্র। ওই মন্ত্রীরা জানিয়েছেন, তাঁদের কাছে অনুমতি প্রাপ্ত হাতিয়ার রয়েছে।
২০১১-তে নীতীশ মন্ত্রীদের বার্ষিক সম্পত্তি ঘোষণা বাধ্যতামূলক করেন। তাঁর কাছে রয়েছে ৫৭ লক্ষ টাকার ব্যক্তিগত সম্পত্তি। এরমধ্যে রয়েছে দিল্লির দ্বারকা এলাকায় একটি ফ্ল্যাট। ছেলে নিশান্তের সম্পত্তি যোগ করলে নীতীশও কোটিপতি। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, নীতীশের নয়টি গাভী ও সাতটি বাছুর রয়েছে, যেগুলির দাম ১,৪৫ লক্ষ টাকা। এছাড়াও তাঁর রয়েছে একটি ফোর্ড ইকোস্পোর্টস গাড়ি, যার দাম ১১.৩১ লক্ষ টাকা।
নীতীশের ছেলে নিশান্তের সম্পত্তির পরিমাণ ২.৩৭ কোটি টাকা। নিশান্তের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা ও অন্য অস্থাবর সম্পত্তির মোট পরিমাণ ১.১৮ কোটি টাকা।
উপমুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদীর সম্পতির পরিমাণ প্রায় ৯৪.৯২ লক্ষ টাকা। এছাড়াও তাঁর স্ত্রী জেসিকা জর্জের রয়েছে ১.৩৫ কোটি টাকার সম্পত্তি। তিনি পেশায় অধ্যাপিকা। উপমুখ্যমন্ত্রীর একটি গাড়িও রয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
ক্রিকেট
Advertisement