এক্সপ্লোর
Advertisement
নিয়ন্ত্রণরেখায় ভারতীয় জওয়ানের অঙ্গচ্ছেদ, কড়া জবাব দেওয়ার অঙ্গীকার সেনার
নয়াদিল্লি: কাশ্মীরের কুপওয়াড়ায় মাচিল সেক্টরে শহিদ এক ভারতীয় জওয়ানের অঙ্গচ্ছেদের ঘটনার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার নিল সেনা। সেনাবাহিনীর নর্দার্ন কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার সন্ধেয় নিয়ন্ত্রণরেখার কাছে ওই পাশবিক ঘটনা ঘটিয়েছে পাক জঙ্গিরা। যখন তারা মৃত জওয়ানের মুণ্ডচ্ছেদ করে নিয়ন্ত্রণরেখা টপকে ওপারে পালাচ্ছিল, তখন পাক সেনা ভারতীয় ছাউনির ওপর উপর্যুপরি গুলিবর্ষণ করে গা ঢাকা দিতে সাহায্য করছিল তাদের।
ওই সংঘর্ষে এক জঙ্গি নিকেশ হয়েছে বলে জানিয়ে সেনা বলেছে, পাকিস্তানের এই আচরণের উচিত জবাব দেওয়া হবে। এই ঘটনাই প্রমাণ করে দিচ্ছে, পাকিস্তানের সেনা ও জঙ্গিরা কীভাবে হাতে হাত মিলিয়ে কাজ করছে।
৫৩ ইনফ্যান্ট্রি ব্রিগেডের জওয়ানের ওপর এই হামলার পর উত্তেজনায় কাঁপছে নিয়ন্ত্রণরেখা সংলগ্ন বিস্তীর্ণ এলাকা। শনিবার সকালেই বিএসএফ জানায়, পাক সেনার গুলিবর্ষণের জবাব দিয়ে ১৫জন পাক রেঞ্জারকে হত্যা করেছে তারা। সন্ধের মধ্যে খবর আসে, নিয়ন্ত্রণরেখায় মনদীপ সিংহ নামে এক জওয়ান পাক সেনা ও জঙ্গিদের সঙ্গে গুলিবিনিময়ে শহিদ হলে জঙ্গিরা তাঁর মাথা কেটে নিয়ে গেছে। এর আগে ২০১৩-র ৮ জানুয়ারি পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিম নিয়ন্ত্রণরেখা টপকে ঢুকে হামলা চালায় পাহারারত ল্যান্স নায়েক হেমরাজ ও সুধাকরের ওপর। হেমরাজের মাথা কেটে নিয়ে যায় তারা। ক্ষতবিক্ষত করে দেওয়া হয় সুধাকরের দেহ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement