তেজপ্রতাপকে চড় মারলে পুরস্কার ১ কোটি, ঘোষণা বিজেপি নেতার, নিন্দা দলের

পটনা: তেজপ্রতাপ যাদবকে চড় মারতে পারলে ১ কোটি টাকা পুরস্কার। ঘোষণা করলেন এক বিজেপি নেতা। নিন্দা করল দল।
উপ-মুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদীর উদ্দেশে অপমানজনক মন্তব্য করার জন্য আরজেডি নেতা তথা লালুপ্রসাদ যাদবের পুত্র তেজপ্রতাপের গালে যে চড় মারতে পারবে, তাকে ১ কোটি টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা করলেন বিহারের বিজেপি নেতা অনিল সাইনি।
তিনি বলেন, যে তেজপ্রতাপ যাদবকে চড় মারবে, আমরা তাকে ১ কোটি টাকা পুরস্কার দেব। ওই আরজেডি নেতা আমাদের সম্মানীয় উপ-মুখ্যমন্ত্রীকে তাঁরই বাড়ির মধ্যে ছেলের বিয়ের সময় ঢুকে চড় মারার হুমকি দিয়েছে। আমরাও তাই যাদবকে একইভাবে জবাব দেব। তিনি যোগ করেন, যতক্ষণ না তেজপ্রতাপ সুশীল মোদীর কাছে ক্ষমাপ্রার্থনা করছেন, ততক্ষণ ওর বাড়ির সামনে বিক্ষোভ দেখানো হবে।
এদিকে, অনিলের মন্তব্য থেকে নিজেদের দূরে সরিয়ে নিয়েছে বিজেপি। এদিন বিহার রাজ্য শাখার তরফে বলা হয়েছে, অনিলের এই দায়িত্বজ্ঞানহীন মন্তব্যের জন্য তাঁর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থাগ্রহণ করা হবে।
প্রসঙ্গত, সুশীল মোদীর ছেলের বিয়েতে পণ্ড করার ‘হুমকি’ দেওয়ার অভিযোগ ওঠে তেজপ্রতাপ যাদবের বিরুদ্ধে। ঔরঙ্গাবাদে একটি জনসভায় বক্তব্য রাখার সময় আরজেডি নেতা তেজপ্রতাপ বলছেন, আমাকে সুশীল মোদী তাঁর ছেলের বিয়েতে আমন্ত্রণ জানিয়েছেন। আমি যদি সেখানে যাই, জনসমক্ষে তাঁর মুখোশ খুলে দেব। শুধু তাই নয়, বিয়ের অনুষ্ঠানে হাঙ্গামা সৃষ্টি করার হুমকিও দিতে শোনা যায় তেজপ্রতাপকে।






















