পড়তে প্রতিদিন ৬০ কিলোমিটার যাতায়াত করে ক্যাট পরীক্ষায় ৯৮.৭ শতাংশ নম্বর মেরঠের কৃষক-সন্তানের
মেরঠ: সকল প্রতিকূলতাকে অতিক্রম করে কমন অ্যাডমিশন টেস্ট (ক্যাট) পরীক্ষার মেধা তালিকায় স্থান দখল করে তাক লাগিয়ে দিয়েছেন এক কৃষক-সন্তান।
খবরে প্রকাশ, উত্তরপ্রদেশের মেরঠের ক্ষুদ্র আখ-চাষীর ছেলে ২২ বছরের নিশান্ত চৌধুরি এবারের ক্যাট পরীক্ষায় ৯৮.৭ পারসেন্টাইল নম্বর পেয়েছেন। যা এবছর মেরঠের সেরা।
কিন্তু, কীভাবে এই অবিশ্বাস্য সাফল্য এল? নিশান্ত জানান, প্রতিদিন ৩০ কিলোমিটার পাড়ি দিয়ে শহরের একটি কোচিং সেন্টারে যেতে হত। অর্থাৎ, যাতায়াত নিয়ে ৬০ কিলোমিটার অতিক্রম করে পড়াশোনাটা সত্যিই কঠিন ছিল।
নিশান্ত যোগ করেন, ক্যাট-এর জন্য পুরোদমে প্রস্তুতির নিতে তিনি কাপড়ের মিলে সেফটি ইঞ্জিনিয়ারের চাকরিও ছাড়েন। তিনি আরও জানান, তাঁর গ্রামে বিদ্যুৎ নেই, যা তাঁর সমস্যাকে আরও বাড়িয়ে দিয়েছিল। কিন্তু, শেষ ভাল যার সব ভাল—এমনটাই মনে করছেন তিনি।
কানপুরের উত্তরপ্রদেশ টেক্সটাইল টেকনোলজি ইনস্টিটিউট থেকে ২০১৬ সালে বি টেক পাশ করা নিশান্ত ক্যাট পরীক্ষায় ৯৫ শতাংশ নম্বর পাবেন বলে আশা করেছিলেন। কিন্তু, কখনই ভাবেননি, এত ভাল হবে। এখন তিনি দেশের যে কোনও একটি আইআইএম থেকে ডাক পাওয়ার আশায় বুক বাঁধছেন।
নিশান্তের এই কৃতিত্বে তাঁর বৃদ্ধ বাবা ও পরিবারই নন, গোটা মাধি গ্রাম এখন উৎসবে মেতে উঠেছে।