এক্সপ্লোর
ছাত্র প্রস্তুতির দিকে খেয়াল রেখে অভিন্ন মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা ১ বছর পিছিয়ে দিল কেন্দ্র
![ছাত্র প্রস্তুতির দিকে খেয়াল রেখে অভিন্ন মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা ১ বছর পিছিয়ে দিল কেন্দ্র Centre Passes Ordinance Deferring Common Medical Entrance Exam To Next Year ছাত্র প্রস্তুতির দিকে খেয়াল রেখে অভিন্ন মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা ১ বছর পিছিয়ে দিল কেন্দ্র](https://static.abplive.com/abp_images/645145/photo/Entrance-Exam-EPS.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: অর্ডিন্যান্স জারি করে জাতীয় অভিন্ন মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা ১ বছর পিছিয়ে দিল কেন্দ্র। শুক্রবার সকালে কেন্দ্রীয় মন্ত্রিসভার সবুজ সঙ্কেত পেয়ে এই অর্ডিন্যান্স জারি করেছে তারা। চিকিৎসক হতে আগ্রহী কয়েক লাখ ছাত্রছাত্রী এর ফলে উপকৃত হলেন বলে মনে করা হচ্ছে। গত মাসে সুপ্রিম কোর্ট এক রায়ে জানিয়ে দেয়, এবার থেকে মেডিক্যাল ও ডেন্টাল কোর্সে ভর্তির জন্য দেশ জুড়ে একটিই পরীক্ষা হবে, বেসরকারি মেডিক্যাল কলেজ ও রাজ্যগুলি নিজেদের মত করে যে পরীক্ষা নিত, তা মানা হবে না। ওই সব পরীক্ষা ঘিরে একের পর এক দুর্নীতির অভিযোগ ওঠায় এই সিদ্ধান্ত নেয় তারা। কিন্তু আচমকা পরীক্ষার প্যাটার্ন পুরো বদলে যাওয়ায় সমস্যায় পড়েন রাজ্যের মেডিক্যাল প্রবেশিকার পরীক্ষা দিতে প্রস্তুতি নেওয়া ছাত্রছাত্রীরা। মহারাষ্ট্র, কর্নাটক ও তামিলনাড়ুর মত বেশ কয়েকটি রাজ্য কেন্দ্রকে অনুরোধ করে, পড়ুয়াদের স্বার্থের কথা মাথায় রেখে এই অভিন্ন মেডিক্যাল প্রবেশিকা ১ বছরের জন্য স্থগিত রাখা হোক। এই অনিশ্চয়তার মধ্যেই এ মাসের ৬ তারিখ প্রথম পর্যায়ের প্রবেশিকা পরীক্ষা দেন সাড়ে ছলাখ ছাত্রছাত্রী। ২৪ জুলাই পরবর্তী পর্যায়ের পরীক্ষা হওয়ার কথা ছিল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডার সঙ্গে দফায় দফায় বৈঠকে বসেন রাজ্যগুলির স্বাস্থ্যমন্ত্রীরা। কেন্দ্রকে তাঁরা অনুরোধ করেন, আচমকা পরীক্ষার ধরন বদলে যাওয়ায় ছাত্রছাত্রীদের মানসিক অবস্থার কথা ভেবে দেখতে। পাশাপাশি বিরোধী দলগুলির সঙ্গেও আলোচনা চালায় কেন্দ্র। সর্বসম্মতিতেই নেওয়া হয় অর্ডিন্যান্সের রাস্তা নেওয়ার সিদ্ধান্ত।
.
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)