এক্সপ্লোর
বছরে ২ কোটি চাকরির প্রতিশ্রুতি কোথায় গেল? কেন্দ্রকে খোঁচা চিদম্বরমের
![বছরে ২ কোটি চাকরির প্রতিশ্রুতি কোথায় গেল? কেন্দ্রকে খোঁচা চিদম্বরমের Chidambaram attacks Government; asks how many jobs it created বছরে ২ কোটি চাকরির প্রতিশ্রুতি কোথায় গেল? কেন্দ্রকে খোঁচা চিদম্বরমের](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2018/02/08202431/CHIDAM.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: কর্মসংস্থান নিয়ে কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করলেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম। মোদী সরকারের উদ্দেশে তাঁর খোঁচা, ‘ক্ষমতায় আসার আগে আপনারা প্রতি বছর দু’কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন। আন্তর্জাতিক শ্রমিক সংগঠন (আইএলও) জানিয়েছে, যে চাকরির নিশ্চয়তা আছে, নিয়মিত কাজের সুযোগ আছে এবং স্থায়িত্ব আছে, সেটাই আসল কর্মসংস্থান। আপনাদের চাকরির সংজ্ঞা কী? আইএলও যে চাকরির কথা বলছে, গত চার বছরের শাসনকালে আপনারা সেরকম চাকরি কত দিতে পেরেছেন?’
এবারের বাজেট নিয়ে মোদী সরকারের সমালোচনা করে চিদম্বরমের ট্যুইট, ‘২০১৭-১৮ অর্থবর্ষে রাজস্ব ঘাটতি ৩.২ শতাংশ থাকলেও, ২০১৮-১৯ অর্থবর্ষে সেটা ৩.৫ শতাংশ হয়ে গিয়েছে। এখন ২০১৭-১৮ ও ২০১৮-১৯ অর্থবর্ষের রাজস্ব ঘাটতি কত থাকবে বলে মনে করছে সরকার? রাজস্ব ঘাটতি কমানোর কোনও লক্ষ্যমাত্রাই পূরণ করা সম্ভব হয়নি। পাইকারি মূল্য সূচক এবং খুচরো মূল্য সূচক বর্তমানে যথাক্রমে ৩.৬ শতাংশ এবং ৫.২ শতাংশ। এই দু’টি ক্ষেত্রে সরকারের লক্ষ্য কী?’ পেট্রোল, ডিজেলের দাম বাড়া নিয়েও সরকারকে আক্রমণ করেছেন প্রাক্তন অর্থমন্ত্রী।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)