দিল্লি বিমানবন্দরে মুখোমুখি ২টি বিমান, অল্পের জন্য রক্ষা
![দিল্লি বিমানবন্দরে মুখোমুখি ২টি বিমান, অল্পের জন্য রক্ষা Collision Of Ai Indigo Flights Averted At Delhi Airport দিল্লি বিমানবন্দরে মুখোমুখি ২টি বিমান, অল্পের জন্য রক্ষা](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/04/07152808/plane.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল দুটি বিমান। এদিন দিল্লির ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দরে একেবারে মুখোমুখি চলে আসে একটি এয়ার ইন্ডিয়া ও একটি ইন্ডিগো বিমান।
জানা গিয়েছে, এদিন সকাল সওয়া ১১টা নাগাদ ২৮ নম্বর রানওয়ে থেকে এয়ার ইন্ডিয়ার দিল্লি-গোয়া ফ্লাইট এআই ১৫৬ ওড়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল।
এমন সময় এয়ার ট্রাফিক কন্ট্রোলার (এটিসি) বিমানচালককে নির্দেশ দেন অবিলম্বে উড়ান বন্ধ করে বে-তে ফিরে আসার জন্য। জানা যায়, কয়েক মিনিটের মধ্যেই ওই রানওয়েতেই নেমে আসে রাঁচি-দিল্লি ইন্ডিগোর ফ্লাইট ৬ই৩৯৮ বিমান।
বিমানবন্দর সূত্রে খবর, এয়ার ইন্ডিয়া বিমানে ১২২ জন যাত্রী ছিলেন। পরে, ১২টা ৫০ মিনিট নাগাদ বিমানটি রওনা দেয়।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)