এক্সপ্লোর
Advertisement
ককবরক নয়, সংবাদ মাধ্যম হিসাবে হিন্দি চালুর উদ্যোগ ত্রিপুরা সরকারের, বিরোধিতা কংগ্রেসের
আগরতলা: ত্রিপুরা সরকার স্থানীয় উপজাতিদের ভাষা ককবরকের পরিবর্তে সংবাদের মাধ্যম হিসাবে হিন্দি ব্যবহারের প্রস্তাব দেওয়ায় ত্রিপুরা কংগ্রেস বলল, রাজ্যের উপজাতিদের অপমান করা হয়েছে এতে। প্রদেশ কংগ্রেস সাধারণ সম্পাদক শ্রীদাম দেববর্মা সাংবাদিক সম্মেলন করে বলেছেন, কংগ্রেস খবরের ভাষা হিসাবে হিন্দি ব্যবহারের বিরোধী নয়, কিন্তু ককবরক ভাষাকে মাধ্যম হিসাবে বাদ দেওয়ার বিরোধী। রাজ্যের নতুন সরকারের সিদ্ধান্তের তীব্র নিন্দা করছে কংগ্রেস।
ত্রিপুরার বিপ্লব দেবের বিজেপি-আইপিএফটি সরকার জাতীয়তাবাদী ভাবধারার প্রসার সুনিশ্চিত করতে ও ত্রিপুরা সংক্রান্ত খবর রাজ্যের বাইরের মানুষের কাছে যাতে সহজে পৌঁছে যেতে পারে, সেজন্য হিন্দির ব্যবহারে জোর দিচ্ছে। সেজন্যই সংবাদ মাধ্যম হিসাবে হিন্দিকে বেছে নেওয়া হয়েছে।
কিন্তু দেববর্মার অভিমত, আমরা ত্রিপুরার ভূমিপুত্র। নয়া সরকার এ ধরনের প্রস্তাবের মাধ্যমে স্রেফ বঞ্চিত করছে আমাদের।
এ ব্যাপারে ত্রিপুরার তথ্য ও সংস্কৃতি মন্ত্রকের দেওয়া বিজ্ঞপ্তি ঘিরেও প্রশ্ন উঠেছে। ককবরক রাজ্যের সরকারি স্বীকৃতিপ্রাপ্ত ভাষা। রাজ্যে আঞ্চলিক দলগুলিও ককবরক-কে সংবিধানের অষ্টম তফসিলের অন্তর্ভূক্তির দাবি করেছে, যা এখনও কেন্দ্রের সম্মতি পায়নি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
মালদা
জেলার
Advertisement