এক্সপ্লোর
কুলগামে পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে নিহত কুখ্যাত লস্কর জঙ্গি
![কুলগামে পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে নিহত কুখ্যাত লস্কর জঙ্গি Copnotorious Lashker Militant Among 5 Killed In Terror Attack কুলগামে পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে নিহত কুখ্যাত লস্কর জঙ্গি](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2015/12/31105707/kashmir-580x395.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
শ্রীনগর: জম্মু ও কাশ্মীরে কুলগামে জঙ্গিদের সঙ্গে পুলিশের গুলির লড়াই। নিহত এক কুখ্যাত লস্কর জঙ্গি। মৃত লস্কর জঙ্গির নাম ফৈয়জ আহমেদ আশওয়ার ওরফে সেঠা। মৃত্যু এক পুলিশ কর্মীরও। জঙ্গিদের এলোপাথাড়ি গুলিতে মৃত্যু ৩ জন স্থানীয় বাসিন্দারও।
প্রত্যক্ষদর্শীদের দাবি, গতকাল মীরবাজার এলাকায় পুলিশের কনভয়ের উপর আচমকাই হামলা চালায় জঙ্গিরা। তাদের গুলি চালানোর আগেই কনস্টেবল মেহমুদ আহমেদ শেখ জীবনের পরোয়া না করেই একজন জঙ্গির থেকে পিস্তল কেড়ে নেন। বাকি পুলিশ কর্মীরা জঙ্গিদের উপর গুলি চালায়। ২০১৫ সালের আগস্টে উধমপুর বিএসএফের কনভয়ের উপর হামলার ঘটনায় মৃত জঙ্গি ফৈয়জ আহমেদ জড়িত ছিলেন বলে দাবি পুলিশের। ঘটনার পর থেকেই ফেরার ছিল ফৈয়জ। তাঁর মাথার দাম দু’লক্ষ টাকা ঘোষণা করেছিল সরকার। উধমপুর নাশকতায় জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ-র দেওয়া চার্জশিটে তাঁর নাম ছিল।
শ্রীনগর-জম্মু হাইওয়েতে ওই সন্ত্রাসবাদী হামলার সময় পাক নাগরিক নাভেদকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয়েছিল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)