এক্সপ্লোর
Advertisement
করোনা পজিটিভ কণিকা কপূরের পার্টিতে ছিলেন, সেল্ফ কোয়ারেন্টিনে বসুন্ধরা ও তাঁর সাংসদ পুত্র
বলিউডের গায়িকা কণিকা কপূরের করোনাভাইরাস টেস্টের ফলাফল পজিটিভ এসেছে। সম্প্রতি কণিকা লন্ডন থেকে ফিরেছিলেন। গত কয়েকদিন ধরে তাঁর জ্বর ছিল। সেজন্য পরীক্ষা করা হয়। এরপরই বোঝা যায়, তিনি করোনা আক্রান্ত।
নয়াদিল্লি: বলিউডের গায়িকা কণিকা কপূরের করোনাভাইরাস টেস্টের ফলাফল পজিটিভ এসেছে। সম্প্রতি কণিকা লন্ডন থেকে ফিরেছিলেন। গত কয়েকদিন ধরে তাঁর জ্বর ছিল। সেজন্য পরীক্ষা করা হয়। এরপরই বোঝা যায়, তিনি করোনা আক্রান্ত।
লন্ডন থেকে ফিরে দুটি পার্টিতে যোগ দিয়েছিলেন কণিকা। এবার ওই পার্টিতে তাঁর ছবিও সামনে এসেছে। একটি ছবিতে কণিকাকে লোকজনদের সঙ্গে গ্রুপ ফটো তুলতে দেখা গিয়েছে। ওই ছবিতে দেখা গিয়েছে রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজেকেও। তাঁকে কণিকার একেবারে পাশে দেখা গিয়েছে। অন্য একটি ছবিতে কণিকাকে একা দেখা গিয়েছে। প্রাক্তন সাংসদ আকবর আহমেদ ডাম্পির পার্টিতে এসেছিলেন কণিকা। পার্টিতে ছিলেন বেশ কয়েকজন নেতা ও বিজেপি মন্ত্রী এবং আইএএস আধিকারিক।
শুধু তাই নয়, লখনউয়ের একটি হোটেলে আয়োজিত পার্টিতে উত্তরপ্রদেশের এক ক্যাবিনেট মন্ত্রী ও কয়েকজন আইএএস, সেলিব্রিটি ও নেতা সামিল হয়েছিলেন। দুই পার্টিরই ক্যাটরিং স্টাফ ও হোটেল স্টাফ ছাড়াও ৫০০ থেকে ৭০০ জন উপস্থিত ছিলেন। কণিকা অনেকের সঙ্গে সেলফি তোলেন এবং হাতও মেলান।
কণিকা তাঁর ইনস্টাগ্রাম পেজে লিখেছেন, সবাইকে নমস্কার, গত চার-পাঁচদিন আমার ফ্লু-এর লক্ষ্মণ দেখা দেয়। আমি যখন নিজে থেকে পরীক্ষা করাই, তখন কোভিড-১৯ সংক্রমণ পজিটিভ পাওয়া যায়। আমি ও আমার পরিবার বর্তমানে নজরদারিতে রয়েছে এবং এই রোগ থেকে সেরে উঠতে চিকিত্সকদের পরামর্শ পালন করছি। যে ব্যক্তিদের সংস্পর্শে এসেছি, তাঁদেরও পরীক্ষা করে দেখা হচ্ছে। বিমানবন্দরে আমাকে ১০ দিন আগে প্রক্রিয়া অনুসারে স্ক্যান করা হয়েছিল। এরপর বাড়িতে ফিরে আসি। আমার শরীরে ভাইরাসের লক্ষ্মণ মাত্র চারদিন আগে দেখা যায়।
কণিকার আর্জি, যদি কারুর মধ্যে লক্ষ্মণ দেখা যায়, তাহলে আইসোলেশনে থাকতে হবে এবং পরীক্ষা করাতে হবে।
বসুন্ধরা ছাড়াও তাঁর সাংসদ পুত্র দুষ্যন্ত সিংহও ওই পার্টিতে ছিলেন। বসুন্ধরা ও দুষ্যন্ত সেল্ফ কোয়ারেন্টিনে গিয়েছেন। দুদিন আগে সংসদে স্ট্যান্ডিং কমিটির বৈঠকে দুষ্যন্তর পাশে বসেছিলেন তৃণমূলের রাজ্যসভা সাংসজ ডেরেক ও ব্রায়েন। এজন্য ডেরেকও সেল্ফ আইসোলেশনে গিয়েছেন বলে জানিয়েছে সংবাদসংস্থা পিটিআই।
কণিকার সামিল থাকা পার্টিতে হাজির ছিলেন কংগ্রেস নেতা জিতিন প্রসাদ। তিনিও নিজেকে সেল্ফ কোয়ারেন্টিন করেছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
বিনোদনের
Advertisement