এক্সপ্লোর
Advertisement
করোনা ঠেকাতে চিনকে ২ কোটি ১১ লক্ষ টাকা মূল্যের চিকিৎসা সরঞ্জাম পাঠাল ভারত
৮ ফেব্রুয়ারি চিনের প্রেসিডেন্ট শি জিনপিংকে চিঠি লিখে করোনা মহামারী সামলাতে পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
নয়াদিল্লি: করোনার প্রাদুর্ভাব ঘটেছিল চিন থেকে। এবার সেই চিনে করোনা প্রতিরোধের ১৫ টন চিকিৎসা সরঞ্জাম পাঠাল ভারত। যার অর্থমূল্য ২ কোটি ১১ লক্ষ টাকা।
বুধবার লোকসভায় সরকারের তরফে জানানো হয় যে, চিনকে করোনা প্রতিরোধের জন্য চিকিৎসা সরঞ্জাম পাঠানো হয়েছে। যার মধ্যে রয়েছে মাস্ক, গ্লাভস ও অন্যান্য চিকিৎসা সরঞ্জাম। লোকসভায় একটি প্রশ্নের উত্তরে বিদেশ প্রতিমন্ত্রী ভি মুরলীধরন লিখিতভাবে জানান যে, এক লক্ষ সার্জিক্যাল মাস্ক, পাঁচ লক্ষ জোড়া সার্জিক্যাল গ্লাভস, ৭৫টি ইনফিউশন পাম্প, ৩০টি এন্টেরাল ফিডিং পাম্প, ২১টি ডেফিব্রিলেটর এবং চার হাজার এন ৯৫ মাস্ক পাঠানো হয়েছে চিনে। মুরলীধরন জানিয়েছেন, উহানের হুবেই চ্যারিটি ফেডারেশনের হাতে এই সমস্ত সরঞ্জাম তুলে দেওয়া হয়েছে। যার বাজারমূল্য প্রায় ২.১১ কোটি টাকা।
প্রসঙ্গত, গত ৮ ফেব্রুয়ারি চিনের প্রেসিডেন্ট শি জিনপিংকে চিঠি লিখে করোনা মহামারী সামলাতে পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মুরলীধরন জানিয়েছেন, গত ২৬ ফেব্রুয়ারি ভারতীয় বিমানবাহিনীর বিশেষ বিমান সি ১৭-তে করে উহানে চিকিৎসা সরঞ্জাম পাঠানো হয়েছিল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement