এক্সপ্লোর
Advertisement
কং-বাম বোঝাপড়ার বিরোধিতা, শৃঙ্খলাভঙ্গের দায়ে বহিষ্কৃত সিপিএম নেত্রী
নয়াদিল্লি: পশ্চিমবঙ্গে কংগ্রেসের হাত ধরা নিয়ে সিপিএমে মতভেদ তুঙ্গে। সূত্রের খবর, সদ্য হয়ে যাওয়া বিধানসভা নির্বাচনে বামেদের ভরাডুবির পর এখানে পার্টির কেন্দ্রীয় কমিটির প্রথম সভাতেই এ নিয়ে তুলকালাম হয়েছে। পার্টির সর্বোচ্চ নেতৃত্ব কংগ্রেস-বাম বোঝাপড়ার পক্ষে জোর সওয়াল করলেও একটা বড় অংশ এর তীব্র বিরোধিতা করেছে। সোমবার তিনদিনের কেন্দ্রীয় কমিটির বৈঠক প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হওয়ার আগে জারি করা এক বিবৃতিতে পার্টির সিদ্ধান্তের বিরোধিতা করায় মহিলা শাখা সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির সাধারণ সম্পাদক জগমতী সাঙ্গওয়ানকে ‘চরম শৃঙ্খলাভঙ্গে’র অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়ে দেওয়া হয়। যদিও বহিষ্কারের খবর উড়িয়ে পাল্টা জগমতীর দাবি, তিনিই পার্টি থেকে ইস্তফা দিয়েছেন।
বিবৃতিতে বলা হয়েছে, সিপিএম কেন্দ্রীয় কমিটি নয়াদিল্লিতে চলতি বৈঠকে চরম শৃঙ্খলাভঙ্গের দায়ে কমিটির সদস্য জগমতী সাঙ্গওয়ানকে পার্টির প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে। তবে জগমতীর প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি দাবি করেন, তিনি নিজে বৈঠকেই পার্টি ও তার সব পদ ছাড়ার সিদ্ধান্ত জানিয়েছেন। জগমতী বলেন, আমি বলেছি, কংগ্রেসের সঙ্গে বোঝাপড়ার সিদ্ধান্তটি ভুল। এতে পার্টির রাজনৈতিক-কৌশলগত লাইন লঙ্ঘন করা হয়েছে। তিনি এও বলেন, রাজনৈতিক-কৌশলগত লাইন ও গণতান্ত্রিক কেন্দ্রিকতাই একটি কমিউনিস্ট পার্টির প্রাণ, যা যে কোনও মূল্যে বাঁচিয়ে রাখতে হয়।
প্রসঙ্গত, কেন্দ্রীয় কমিটিতে রিভিউ রিপোর্ট পেশ করা হয়। তবে মূলত আলোচনা হয় পশ্চিমবঙ্গের ভরাডুবি নিয়েই। সেখানেই কংগ্রেসের সঙ্গে সখ্য গড়ার লাইনকে তুলোধনা করেন অনেকে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement