এক্সপ্লোর
Advertisement
গুজরাতে কেজরীবালের সভার আগে গ্রেফতার আপ বিধায়ক
সুরাট: অরবিন্দ কেজরীবাল গুজরাত সফরে গিয়েছেন। কিন্তু নরেন্দ্র মোদীর রাজ্যে প্রথম সমাবেশের আগেই অস্বস্তিতে পড়তে হল দিল্লির মুখ্যমন্ত্রী তথা আমআদমি পার্টি (আপ) প্রতিষ্ঠাতাকে। তাঁর সমাবেশের মাত্র কয়েক ঘণ্টা আগে গ্রেফতার হলেন দলীয় বিধায়ক তথা আমআদমি পার্টির (আপ)গুজরাত শাখার ইনচার্জ গুলাব সিংহ যাদব। তাঁর সমর্থকদের বিরুদ্ধে একটি তোলাবাজি মামলার ব্যাপারে নিজেই স্থানীয় থানায় হাজিরা দেন গুলাব। তাঁকে গ্রেফতার করা হয়। সুরাটের পুলিশ কমিশনার সতীশ শর্মা বলেন, গুলাব সিংহ যাদবের বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা নিয়ে এখানে এসেছিল দিল্লি পুলিশ। তিনি আগে থেকে এটা জানতে পেরে উরমা থানায় আসেন। তাঁকে দিল্লি পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ট্রানজিট রিমান্ড পাওয়ার জন্য তাঁকে আদালতে নিয়ে যাবে তারা।
গত মাসে দীপক শর্মা ও রিঙ্কু দিওয়ান নামে দুই প্রপার্টি ডিলার অভিযোগ করেন, গুলাব সিংহের কার্যালয়ের দুই কর্মী সতীশ ও দেবিন্দার ও জগদীশ নামে গুলাবের এক সহযোগী তাঁদের অফিস বাড়িটি ভেঙে ফেলার ভয় দেখিয়ে তোলা তুলছে। এই অভিযোগের ভিত্তিতে ১৩ সেপ্টেম্বর বিন্দাপুর থানায় ভারতীয় দণ্ডবিধির ৩৮৪ ধারায় মামলা দায়ের হয়।
উমরা থানা রওনা হওয়ার আগে গুলাব সাংবাদিকদের বলেন, গুজরাতে আছি গত ৬ সেপ্টেম্বর থেকে। এফআইআর দায়ের হওয়ার সময়ও এখানেই ছিলাম। পুলিশ আমার অফিসে হানা দিয়েছে, কিন্তু আপত্তিকর কিছুই পায়নি। কেন্দ্র আপ বিধায়কদের ধরপাকড়ের নির্দেশ দিচ্ছে, কিন্তু আমরাও মাথা নত করব না, যা হওয়ার হবে।
তাঁর সমাবেশ ভন্ডুল করে দিতেই মাতিয়ালার দলীয় বিধায়কের গ্রেফতারি, দাবি করেন কেজরীবালও। বিজেপি সভাপতি অমিত শাহ সুরাটের অনুষ্ঠান ভেস্তে দেওয়ার চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
খবর
জেলার
Advertisement