এক্সপ্লোর
বুথ ফেরত সমীক্ষা: দিল্লিতে বাজিমাত করতে চলেছে আপ-ই, ৫১ থেকে ৬৫ আসনে জয়ী হতে পারে কেজরীবালের দল, বিজেপি পেতে পারে ৩-১৭ আসন

Background
নয়াদিল্লি: নির্বিঘ্নেই মিটল দেশের রাজধানীর বিধানসভা নির্বাচন! বিকেল ৫টা পর্যন্ত দিল্লিতে ভোট পড়ল ৫৭ শতাংশ। সিএএ বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে কাদের ক্ষমতায় আনবে দিল্লিবাসী? আম আদমি পার্টি ক্ষমতা ধরে রাখতে পারবে? লোকসভার সাফল্যের ডিভিডেন্ট পাবে বিজেপি? কংগ্রেসের অবস্থা কতটা বদলাবে? উত্তর মঙ্গলবার।
তার আগে নজর রাখা যাক বুথ ফেরত সমীক্ষার ফলাফলে।
21:59 PM (IST) • 08 Feb 2020
এবিপি-সি ভোটার বুথ ফেরত সমীক্ষার চূড়ান্ত পরিসংখ্যান অনুযায়ী, আম আদমি পার্টি পেতে পারে ৫১ থেকে ৬৫ আসন। বিজেপি জিততে পারে ৩-১৭ আসনে। কংগ্রেস পেতে পারে ০-৩ আসন।
19:44 PM (IST) • 08 Feb 2020
সবমিলিয়ে সি ভোটারের সমীক্ষায় ইঙ্গিত, দিল্লিতে ফের একবার ঝাড়ু ঝড়ে বিধ্বস্ত হতে পারে বিজেপি।সি ভোটারের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, ৭০ আসন বিশিষ্ট দিল্লি বিধানসভায় আম আদমি পার্টি ৪৯ থেকে ৬৩টি আসনে জয়ী হতে পারে। অর্থাত্ সহজেই কেজরীবালের দলের সরকার গঠনের জন্য ম্যাজিক ফিগার পেরিয়ে যাওয়ার জোরাল সম্ভাবনা। গত বিধানসভা নির্বাচনে আপ ৬৭ আসন পেয়েছিল। সমীক্ষার পূর্বাভাস অনুযায়ী, এবার আসন সংখ্যা কিছুটা কমতে পারে তাদের। ৫ থেকে ১৯টি আসন পেতে পারে বিজেপি। অর্থাত্ দিল্লি ফের একবার নরেন্দ্র মোদি-অমিত শাহের হাতের বাইরেই থেকে যেতে পারে। গত বিধানসভা নির্বাচনে তাদের প্রাপ্ত আসন ছিল ৩। এবার সেই সংখ্যা কিছুটা বাড়তে বলেই ইঙ্গিত বুথ ফেরত সমীক্ষায়। অন্যদিকে, কংগ্রেস সর্বাধিক ৪টি আসন পেতে পারে। কিংবা এবারও তাদের ফের খালি হাতেই ফিরতে হতে পারে বলে সি ভোটারের বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত। ভোট শতাংশের বিচারে বিকেল ৫টা পর্যন্ত ভোটের ভিত্তিতে সি ভোটারের বুথ ফেরত সমীক্ষায় আভাস মিলেছে, ৭০ আসনের দিল্লি বিধানসভায়, কেজরিওয়ালের আম আদমি পার্টি একাই ৫০.৪ শতাংশ ভোট পেতে পারে।বিজেপি পেতে পারে ৩৬ শতাংশ ভোট। সি ভোটারের বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত, একসময় টানা ১৫ বছর দিল্লির ক্ষমতায় থাকা কংগ্রেস এবার মাত্র ৯ শতাংশ ভোট পেতে পারে। অন্যান্যরা পেতে পারে ৪.৭ শতাংশ ভোট।
Load More
বাংলার সব ব্রেকিং খবর সবার আগে দেখুন এবিপি আনন্দে। বিনোদন, খেলা, করোনা ভ্য়াকসিন সহ অন্যান্য পছন্দের খবরের আপডেট পেতে পড়ুন বাংলার নির্ভরযোগ্য খবরের ওয়েবসাইট, এবিপি আনন্দ। অন্যান্য সম্পর্কিত খবরের জন্য ফলো করুন : এবিপি আনন্দ
New Update
POWERED BY
সেরা শিরোনাম
জ্যোতিষ
জ্যোতিষ
খবর
ব্যবসা-বাণিজ্যের






















