এক্সপ্লোর
Advertisement
রিয়েলটি সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডার পদ থেকে ইস্তফা ধোনির
নয়াদিল্লি: রিয়েলটি সংস্থা ‘আম্রপালি’-র ব্র্যান্ড অ্যাম্বাসাডারের পদ ছাড়লেন মহেন্দ্র সিংহ ধোনি। তিনি ইস্তফা দিয়েছেন। নয়ডায় ‘আম্রপালি’-র স্যাফায়ার প্রজেক্টে ফ্ল্যাট বুক করা গ্রাহকরা কাজ শেষ না হওয়ায় ক্ষোভে, অসন্তোষে ধোনিকে নিশানা করেছিলেন। তাঁরা ট্যুইটারে ‘আম্রপালি’ কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে ভারতীয় টি ২০ ও একদিনের ক্রিকেট দলের অধিনায়ককে ট্যাগ করে দাবি করেন, হয় তিনি প্রকল্পের বকেয়া কাজ শেষ করতে ‘আম্রপালি’ কর্তৃপক্ষকে বাধ্য করুন, নইলে ওদের সঙ্গে সংশ্রব ছিন্ন করুন। তা ভাইরাল হয়ে ছড়িয়ে যায় চর্তুদিকে।
শেষ পর্যন্ত দ্বিতীয় পথটিই নিলেন ধোনি। ‘আম্রপালি’র চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টর অনিল শর্মা সংবাদ সংস্থাকে বলেছেন, ধোনি এখন থেকে আর আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডার নন। আম্রপালির সঙ্গে জড়িত থেকে তাঁর ভাবমূর্তির ক্ষতি হোক, তা আমি চাই না। ধোনি ও আমাদের পারস্পরিক সম্মতিতেই এই সিদ্ধান্ত, বলেছেন তিনি।
গত ৬-৭ বছর ধোনি ‘আম্রপালি’র ব্র্যান্ড অ্যাম্বাসাডার ছিলেন।
গত সপ্তাহেই ট্যুইটারে ক্ষুব্ধ গ্রাহকদের প্রতিক্রিয়া দেখে ধোনি বলেছিলেন, তিনি ‘আম্রপালি’ কর্তৃপক্ষের সঙ্গে এ নিয়ে কথা বলবেন। সংস্থার অবশ্যই উচিত গ্রাহকদের দেওয়া প্রতিশ্রুতি পালন করা।
শর্মা গ্রাহকদের তিন মাসের মধ্যে প্রকল্পের বাকি কাজ শেষ করা হবে বলে আশ্বাস দিয়েছেন। বলেছেন, বাসিন্দাদের ক্ষোভ খতিয়ে দেখতে একটি কমিটি গড়ছি আমরা। তিনি সাফাই দেন, অর্থাভাব ও সামগ্রিকভাবে গৃহনির্মাণ শিল্পে মন্দা চলছে। সেজন্যই তাঁদের প্রকল্পের কাজ থমকে আছে।
প্রসঙ্গত, নয়ডার সেক্টর ৪৫-এ আম্রপালি-র স্যাফায়ার প্রকল্প শুরু হয়েছিল ২০০৯ সালে। ইতিমধ্যে সেখানে প্রায় হাজারখানেক ফ্ল্যাটে ঢুকে পড়েছে প্রায় ৮০০ পরিবার। কিন্তু তাঁদের ফ্ল্যাটের ইলেকট্রিক সংযোগ সহ ভিতরের বহু কাজই শেষ হয়নি বলে বাসিন্দাদের অভিযোগ। তাঁরা এবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ সিংহ যাদবকে সোস্যাল মিডিয়ায় তাঁদের সমস্যা নিরসনে উদ্যোগী হতে আবেদন করছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement