(Source: ECI/ABP News/ABP Majha)
Awas Yojona: 'সরকারি টাকা লুঠ করতেই এই প্রকল্প', আবাস যোজনা নিয়ে বললেন সজল
ABP Ananda Live: 'আবাসে তালিকায় ১০ টার মধ্যে ৯ টা নামই নকল', আক্রম শতরূপের। কাটোয়ায় আবাস তালিকায় ভূতুড়ে নাম। কাটোয়ার ২ নং ব্লকের ঘটনা। 'সরকারি টাকা লুঠ করতেই এই প্রকল্প', বললেন সজল।
তৃণমূলের সংগঠনে বড়সড় রদবদল? মমতা বন্দ্যোপাধ্যায়কে একগুচ্ছ সুপারিশ অভিষেকের। তৃণমূলের ১০-এর বেশি জেলা সভাপতিকে বদলের সুপারিশ। পুরসভা স্তরেও বিস্তর বদলের সুপারিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আনুগত্য নয়, পারফরম্যান্সই শেষ কথা, বার্তা অভিষেকের। 'বীরভূমে থাকা উচিত কোর কমিটির', ব্যক্তিগত মতামত অভিষেকের'। সুপারিশের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দল।
সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানি শেষ। আদালতে স্টেটাস রিপোর্ট জমা দিল সিবিআই। সিবিআই-কে তদন্ত চালিয়ে যেতে নির্দেশ সুপ্রিম কোর্টের। সপ্তম স্টেটাস রিপোর্ট আগামী ৪ সপ্তাহের মধ্যে জমা দিতে নির্দেশ। আদালতে জাতীয় টাস্ক ফোর্স নিয়ে রিপোর্ট পেশ কেন্দ্রীয় সরকারের। জাতীয় টাস্ক ফোর্স নিয়ে রিপোর্টে নিজেদের প্রস্তাব পেশ কেন্দ্রীয় সরকারের। দ্রুত তদন্ত চায় রাজ্য, আদালতে সওয়াল রাজ্যের আইনজীবী কপিল সিব্বলের। দোষী দ্রুত শাস্তি পাক, আদালতে সওয়াল সিব্বলের। দুটি ক্যাটেগরিতে টাস্ক ফোর্সের অন্তর্বর্তী রিপোর্ট পেশ।