এক্সপ্লোর
Advertisement
ধর্ষিতার সন্তান ভর্তি হতে গেলে পিতৃ পরিচয় জানতে চাইবে না স্কুল, নির্দেশ মধ্যপ্রদেশে
ভোপাল: ধর্ষিতার সন্তান স্কুলে ভর্তি হতে গেলে জন্মদাতা বাবার নাম-পরিচয় জানতে চাওয়া চলবে না, মধ্যপ্রদেশ মানবাধিকার কমিশনের সুপারিশ মেনে স্কুলগুলিকে নির্দেশ দিল মধ্যপ্রদেশ সরকার।
রাজ্যের শিক্ষা দপ্তর জেলা আধিকারিকদের চিঠি পাঠিয়ে তাঁদের আওতাভুক্ত স্কুলগুলিকে এই নির্দেশ জানিয়ে দিতে বলেছে। রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী দীপক জোশী বলেন, আমরাও মানবাধিকার কমিশনের ভাবনার সঙ্গে একমত, যে ধর্ষিতা সন্তানের একমাত্র অভিভাবক, তাঁর সম্মান রক্ষার্থে এটা দরকার। তাই শিক্ষা দপ্তরের সিদ্ধান্ত, সরকারি বা বেসরকারি, কোনও স্কুলই ধর্ষিতার সন্তানের পিতৃপরিচয় জানতে চাইবে না।
জেলা আধিকারিকরা এই নির্দেশ বাস্তবায়িত হচ্ছে কিনা, সুনিশ্চিত করবেন বলে জানান তিনি।
মন্ত্রী বলেন, একজন ধর্ষিতাকে তীব্র মানসিক গ্লানি, যন্ত্রনা সইতে হয়। তাঁর সামাজিক সম্মান, গোপনীয়তা রক্ষা করা উচিত। তাই এ ধরনের ক্ষেত্রে বাবার নাম জানানো ও নথিভুক্ত করা এখন থেকে বাধ্যতামূলক থাকছে না। শুধু মায়ের নাম, পরিচয়ই ভর্তির সময় জানতে চাওয়া হবে।
দেশের আর কোনও রাজ্য এমন উদ্যোগ নিয়েছে বলে তািনি শোনেননি, বলেন জোশী।
মধ্যপ্রদেশ সরকারের এই উদ্যোগ সম্পর্কে আপনার প্রতিক্রিয়া লিখুন নীচের কমেন্টস বক্সে
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
Advertisement