বন্যা-বিধ্বস্ত কর্ণাটকে মৃত্যু বেড়ে ৩১, আকাশপথে বেলাগাভি ঘুরে দেখলেন অমিত শাহ
এখনও পর্যন্ত রাজ্যে ৩১ জনের মৃত্যু হয়েছে। চার লক্ষাধিক মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

বেঙ্গালুরু: বন্যা-বিধ্বস্ত কর্ণাটকের পরিস্থিতি খতিয়ে দেখতে আকাশপথে পরিদর্শন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এখনও পর্যন্ত রাজ্যে ৩১ জনের মৃত্যু হয়েছে। চার লক্ষাধিক মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। রবিবার, চেন্নাই থেকে বিশেষ বিমানে করে বেলাগাভির সাম্ব্রা বিমানবন্দরে পৌঁছন শাহ। সেখান থেকে সেনা হেলিকপ্টারে চেপে আকাশপথে বন্যা-কবলিত বেলাগাভি জেলার কয়েকটি জায়গা পরিদর্শন করেন। তাঁর সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা, কেন্দ্রীয় মন্ত্রীদ্বয় প্রহ্লাদ জোশি ও সুরেশ অঙ্গড়ি, রাজ্যসভার সাংসদ প্রভাকর কোরে এবং হুক্কেরির বিজেপি বিধায়ক উমেশ কাট্টি। গত সপ্তাহ থেকে মাত্রাতিরিক্ত বৃষ্টির ফলে এখনও পর্যন্ত ৩১ জনের মৃত্যু হয়েছে কর্ণাটকে। পাশাপাশি, ১৭টি জেলায় চার লক্ষের বেশি মানুষ গৃহহীন হয়েছেন। এরমধ্যে, ২.১৮ লক্ষ মানুষকে ৯২৪টি ত্রাণ-শিবিরে স্থানান্তরিত করা হয়েছে। সবচেয়ে খারাপ অবস্থা বেলাগাভি, বাগলকোট, বিজয়পুরা, গদগ, উত্তর কন্নড়, রায়চূড়, ইয়াদিগির, দক্ষিণ কন্নড়, উডিপি, চিকমাগালুরু ও কোড়াগু।






















