মিশন গগনযান: ভারতীয় মহাকারীদের প্রশিক্ষণের জন্য রুশ সংস্থার সঙ্গে চুক্তি ইসরোর
গ্লাভকসমস হল রুশ রকেট উৎক্ষেপণ সংক্রান্ত পরিষেবা প্রদানকারী সংস্থা এবং সেদেশের সরকারি মহাকাশ সংস্থা রসকসমস-এর একটি সহায়ক সংস্থা।
বেঙ্গালুরু: ভবিষ্যতের ‘মিশন গগনযান’-এর কথা মাথায় রেখে ভারতীয় মহাকাশচারীদের ক্ষেত্রে নির্বাচন সহায়তা, শারীরিক পরীক্ষা এবং প্রশিক্ষণের জন্য রুশ সংস্থার সঙ্গে চুক্তি স্বাক্ষর করল ইসরো। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা সূত্রে খবর, গত ২৭ তারিখ ইসরোর হিউম্যান স্পেস ফ্লাইট সেন্টারের অধিকর্তা এস উন্নিকৃষ্ণণের সঙ্গে গ্লাভকসমসের ডেপুটি ডিরেক্টর নাতালিয়া লোকতেভার মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। প্রসঙ্গত, গ্লাভকসমস হল রুশ রকেট উৎক্ষেপণ সংক্রান্ত পরিষেবা প্রদানকারী সংস্থা এবং সেদেশের সরকারি মহাকাশ সংস্থা রসকসমস-এর একটি সহায়ক সংস্থা। নিজেদের ওয়েবসাইট গ্লাভকসমস জানিয়েছে, ভারতীয় নভশ্চরদের নির্বাচন, প্রশিক্ষণ ও পরীক্ষা-নিরীক্ষায় সহায়তা করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষণার পর, ইতিমধ্যেই ‘মিশন গগনযান’-এর জন্য হিউম্যান স্পেস ফ্লাইট সেন্টার গঠন করেছে ইসরো, যাতে তিন সদস্যের মহাকাশচারীর সুবিধে হয়। ইসরো চেয়ারম্যান কে শিবন জানিয়েছেন, ২০২১ সালের ডিসেম্বরে সম্ভবত উৎক্ষেপণ করা হবে ‘গগনযান’-এর। তিন সদস্যদের মধ্যে একজন মহিলাও থাকবেন। তিন মহাকাশচারীর প্রাথমিক প্রশিক্ষণ হবে ভারতে। তবে, অ্যাডভান্সড প্রশিক্ষণ হবে রাশিয়ায়। এর আগে, গগনযান-এর জন্য মহাকাশকারী নির্বাচন এবং প্রশিক্ষণের জন্য গত মে মাসে ভারতীয় বায়ুসেনার সঙ্গে চুক্তি স্বাক্ষর করে ইসরো। ২০১৮ সালে, এই প্রকল্পের জন্য ৯,০২৩ কোটি টাকা বরাদ্দ করে কেন্দ্র।