এক্সপ্লোর
Advertisement
মানিক সরকারের আমলে মহিলার কঙ্কাল বেরিয়েছিল! নতুন মন্ত্রীরা ওঠার আগে কোয়ার্টারের সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করান, ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে আবেদন বিজেপির দেওধরের
নয়াদিল্লি: ত্রিপুরায় বিজেপি ক্ষমতায় আসার পর বিলোনিয়ায় লেনিনের মূর্তি বুলডোজারের আঘাতে ভেঙে দেওয়ার অভিযোগে বিতর্কের মধ্যেই এবার চমকে দেওয়া ট্যুইট করলেন ওই রাজ্যে গেরুয়া শিবিরকে ক্ষমতায় আনার পিছনে যিনি মস্তিষ্ক ছিলেন বলে শোনা যাচ্ছে, সেই সুনীল দেওধর। নতুন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে তিনি অনুরোধ করেছেন, সব মন্ত্রীরা তাঁদের সরকারি আবাসে ওঠার আগে যেন সেখানকার সেপটিক ট্যাঙ্কগুলি পরীক্ষা করে দেখা হয়। কেন তিনি এমন আবেদন করেছেন, তা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে।
I request @BjpBiplab, new CM of Tripura, to get septic tanks of all minister quarters cleaned before occupying them. It should be recollected that a woman’s skeleton was found in septic tank of Ex CM Manik Sarkar's quarter on Jan 4, 2005 but the case was deliberately suppressed.
— Sunil Deodhar (@Sunil_Deodhar) March 10, 2018
ট্যুইটেই দেওধর উল্লেখ করেছেন, ২০০৫ সালের ৪ জানুয়ারি সদ্যপ্রাক্তন হওয়া মুখ্যমন্ত্রী মানিক সরকারের কোয়ার্টারের সেপটিক ট্যাঙ্ক থেকে এক মহিলার কঙ্কাল বেরিয়েছিল বলে অভিযোগ। কিন্তু বিষয়টি তখন 'উদ্দেশ্যপ্রনোদিত ভাবে ধামাচাপা দেওয়া হয়েছিল'। সেই কারণেই তিনি নতুন মন্ত্রীদের আবাসের সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করানোর কথা বলেছেন।
ত্রিপুরা সিপিএমের মুখপাত্র গৌতম দাস অবশ্য কঙ্কাল উদ্ধার হওয়ার বিষয়টি ইচ্ছা করে চেপে দেওয়ার অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, মানিক সরকারই তদন্তের নির্দেশ দেন।
ভোটে জেতার পর ত্রিপুরায় লেনিনের মূর্তি ভাঙার পাশাপাশি রাজ্যজুড়ে সিপিএমের পার্টি অফিস তছনছ করার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। এই প্রেক্ষাপটেই দেওধরের ট্যুইটে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, তাহলে কি ক্ষমতায় আসার পর ২০০৫ সালের ঘটনার ফাইল নতুন করে খুলবে বিজেপি? কঙ্কাল উদ্ধারের ঘটনায় নতুন করে শুরু হবে তদন্ত? নয়া মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের অবশ্য দাবি, তাঁরা কোনওভাবেই প্রতিহিংসার রাজনীতির পথে হাঁটবেন না।
Congratulated @BjpBiplab Ji on taking charge as Chief Minister of Tripura along with Ajay Jamwal Ji. pic.twitter.com/U8lJKcxxcD
— Sunil Deodhar (@Sunil_Deodhar) March 10, 2018
প্রসঙ্গত, দেওধর ত্রিপুরায় বিজেপির জয়ের পরই এবিপি আনন্দকে সাক্ষাত্কারে দাবি করেন, ২৫ বছরের শাসনে বিরোধী কংগ্রেস, বিজেপি কর্মীদের ওপর নির্মম দমনপীড়ন চালিয়েছে সিপিএম ক্যাডাররা।
দেওধর ২০১৪ -য় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বারাণসী সংসদীয় কেন্দ্রের প্রচার সামলেছেন। সেই পর্ব চুকে যাওয়ার পরই তাঁকে ত্রিপুরায় পাঠানো হয় ২০১৮-য় বিধানসভা ভোট মাথায় রেখে বিজেপির হয়ে জমি তৈরির কাজে হাত দিতে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ফুটবল
জেলার
Advertisement