এক্সপ্লোর
Advertisement
ভোপালের বাড়িতে ১২ ঘণ্টা আটকে রেখেছিল উন্মাদ ‘প্রেমিক’, অবশেষে মুক্তি পেলেন তরুণী
ভোপাল: ভোপালে এক পাগল প্রেমিক ঘণ্টার পর ঘণ্টা আটকে রাখল এক তরুণী মডেলকে। ওই তরুণীর ৫ তলার ফ্ল্যাটে ঢুকে ১২ ঘণ্টার বেশি সময় তাঁকে বন্দি করে রাখে সে। শেষমেষ গতকাল সন্ধে সোয়া ৭টা নাগাদ পুলিশ তাকে ফ্ল্যাটের বাইরে বার করতে সক্ষম হয়।
অভিযুক্তের নাম রোহিত কুমার সিংহ। বছর তিরিশের রোহিত মিসরৌদ এলাকার এক বহুতলে ওই মডেলের ফ্ল্যাটে পৌঁছয় গতকাল সকাল সাতটা নাগাদ। তারপরেই তাঁকে বন্দি করে ফেলে সে। তার কাছে পৌঁছতে হাইড্রলিক সিঁড়ি ব্যবহার করে ফ্ল্যাটের গ্রিলের বারান্দা পর্যন্ত পৌঁছয় পুলিশ। তারপর দীর্ঘ সময় ধরে বোঝানো হয় তাকে। অবশেষে সফল হয় অপারেশন, ওই তরুণী ও রোহিত দুজনকেই সুরক্ষিত অবস্থায় বার করা গিয়েছে।
স্থানীয় টেলিভিশন চ্যানেলগুলিতে গোটা দিন এই অপারেশন লাইভ দেখানো হয়। ঘটনাস্থলে চিকিৎসকদেরও হাজির করে পুলিশ। তারা জানিয়েছে, আটক থাকা তরুণীর হাতে আঁচড়ের দাগ রয়েছে, গালেও চোট পেয়েছেন। রোহিতেরও হাতে আঘাত রয়েছে। হাসপাতালে ভর্তি করা হয়েছে দুজনকেই।
[embed]https://twitter.com/ANI/status/1017773230273245184?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1017773230273245184&ref_url=https%3A%2F%2Fabpnews.abplive.in%2Findia-news%2Fgirl-held-hostage-by-fanatic-lover-at-her-own-house-rescued-after-12-hours-in-bhopal-912515[/embed]
পুলিশ জানিয়েছে, তারা রোহিতকে আশ্বাস দেয়, ওই তরুণীর সঙ্গে তার বিয়ে দেওয়া হবে, তারা সাবালক, বিয়ে করতে সমস্যা কোথায়। সেই প্রস্তাব গ্রহণ করে সে, তারপর বেরিয়ে আসে সে। হাসপাতাল থেকে মুক্তি পাওয়ার পর গোটা ঘটনার তদন্ত হবে বলে জানিয়েছে পুলিশ।
গোটা ঘটনাই রোহিতের তরফ থেকে একতরফা বলে পুলিশ জানিয়েছে। ওই মডেলকে বিয়ে করার প্রবল ইচ্ছে ছিল তার। প্রথমে তার হোয়াটসঅ্যাপে তাকে ভিডিও কল করে পুলিশ। দেখা যায়, ঘরের মধ্যে রক্তের দাগ, রোহিতের হাতে কাঁচিও ছিল। তখন থেকেই শুরু হয় তাকে বুঝিয়ে বাগে আনার প্রক্রিয়া।
জানা গিয়েছে, রোহিত উত্তর প্রদেশের আলিগড়ের বাসিন্দা। নিজেকে গায়ক বলে দাবি করেছে সে। অপারেশন চলাকালীন পুলিশকে সে হুমকি দেয়, দাবি মানা না হলে নিজেকে গুলি করবে সে।
বন্দি তরুণীর মা জানিয়েছেন, গত ২ বছর ধরে রোহিত ও তাঁর মেয়ে পরস্পরকে চিনতেন। মুম্বইয়ে এক অনুষ্ঠানে তাঁদের দেখা, তখন থেকে কথাবার্তাও হত। কিন্তু পরে মেয়েটি পিছিয়ে আসেন, তখন থেকে বিয়ের কথা বলে তাঁর ওপর চাপ বাড়াতে থাকে রোহিত।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
বিনোদনের
জেলার
Advertisement