এক্সপ্লোর
Advertisement
জাকিরের এনজিও-তে বিদেশি অর্থ কোথা থেকে, খতিয়ে দেখার নির্দেশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের
নয়াদিল্লি: বিতর্কিত ধর্ম প্রচারক জাকির নায়েকের স্বেচ্ছাসেবী সংগঠন ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের (আইআরএফ) কার্যকলাপ তদন্ত করে দেখার নির্দেশ দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। বাংলাদেশের গুলশনের অভিজাত রেস্তোরাঁয় গত শুক্রবারের সন্ত্রাসবাদী হামলার সূত্রে আচমকা প্রচারের আলোয় চলে আসা জাকিরের সংস্থা বিদেশ থেকে পাওয়া অর্থ রাজনৈতিক কার্যকলাপ ও মানুষজনকে উগ্র ধর্মীয় চিন্তাভাবনার দিকে ঠেলে দেওয়ার কাজে ঢালছে বলে অভিযোগ উঠেছে ইতিমধ্যেই।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের জনৈক পদস্থ অফিসার জানিয়েছেন, জাকিরের আইআরএফের জন্য আসা অর্থ যুবকদের ইসলাম ও সন্ত্রাসবাদী কার্যকলাপে আকৃষ্ট করতে ও রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের অভিযোগ খতিয়ে দেখা হবে তদন্তে।
জাকিরের এনজিও-টি বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইনে নথিভুক্ত। যার ফলে বিদেশ থেকে পাওয়া অর্থ এ ধরনের কার্যকলাপে লাগানো বেআইনি, শাস্তিযোগ্য অপরাধ।
জাকিরের বিদেশি অনুদানের উত্স কী, তদন্তে তাও দেখা হবে বলে জানান ওই অফিসার।
গুলশনের হামলাকারীদের একজন তাঁর প্ররোচনামূলক ভাষণ শুনে উদ্বুদ্ধ হয়েছে বলে বাংলাদেশের সংবাদপত্রে খবর প্রকাশিত হওয়ার পর বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে বলা হয়, ওই ইসলাম প্রচারকের ভাষণ খতিয়ে দেখা হোক। গতকাল মহারাষ্ট্র সরকার গতকালই এ ব্যাপারে তদন্তের নির্দেশ দিয়েছে।
আইআরএফ জাকিরের বিরুদ্ধে একাধিক অভিযোগের তালিকা সহ একটি অনলাইন পিটিশনও জমা পড়েছে স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে।
সরকারি সূত্রে বলা হয়েছে, যে পিস টিভি-তে নিয়মিত জাকির ভাষণ দিয়ে থাকেন, তার বিষয়বস্তু দেশের নিরাপত্তার দিক থেকে সহায়ক, অনুকূল নয়, বরং তাতে অন্তরায় সৃষ্টি করতে পারে।
জাকিরের ভাষণের সিডি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রক আগে জানিয়েছিল, উসকানি দেওয়ার অভিযোগ সত্যি হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে, সন্ত্রাসবাদ ইস্যুতে সমঝোতা হবে না। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের দায়িত্ব নিয়ে এম বেঙ্কাইয়া নাইডু ইতিমধ্যে মিডিয়ায় বেরনো জাকিরের ভাষণের অংশ অত্যন্ত আপত্তিকর বলে অভিমত জানিয়েছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
খবর
খবর
Advertisement