এক্সপ্লোর
Advertisement
দেশজুড়ে এক লক্ষ মাদ্রাসায় শৌচাগার, মিড ডে মিল
নয়াদিল্লি: দেশজুড়ে এক লক্ষ মাদ্রাসার উন্নতি সাধনের লক্ষ্যে শৌচাগার, মিড ডে মিল এবং শিক্ষকদের প্রশিক্ষণের পরিকল্পনা করেছে কেন্দ্রীয় সরকার। আজ মৌলানা আজাদ শিক্ষা ফাউন্ডেশনের কর্তাদের সঙ্গে বৈঠকের পর এই ঘোষণা করেছেন সংখ্যালঘু মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী মুখতার আব্বাস নকভি। তিনি জানিয়েছেন, যে মাদ্রাসাগুলি মূলধারার শিক্ষা দিচ্ছে বা দিতে চাইবে, তাদের সাহায্য করবে কেন্দ্রীয় সরকার। স্বচ্ছ ভারত মিশনের আওতায় আগামী অর্থবর্ষের মধ্যেই এক লক্ষ মাদ্রাসায় শৌচাগার গড়ে তোলা হবে।
নকভি আরও বলেছেন, ‘৩ টি’ ফর্মুলায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলির উন্নতি করতে চাইছে কেন্দ্র। টিচার, টিফিন ও টয়লেটের মাধ্যমে মাদ্রাসাগুলির উন্নতি করার পরিকল্পনা করা হয়েছ। যে মাদ্রাসাগুলির শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া বা মানোন্নয়নের প্রয়োজন, সেখানে এই ব্যবস্থা করা হয়েছে। এখনও পর্যন্ত ২০ হাজার ছাত্রী বেগম হজরত মহল জাতীয় স্কলারশিপের সুবিধা পেয়েছে। এই অর্থবর্ষের মধ্যে ৪৫ হাজার ছাত্রীকে এই সুবিধা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। আগামী বছর ৫ লক্ষ ছাত্রীকে এই স্কলারশিপের আওতায় নিয়ে আসার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। গরিব নওয়াজ দক্ষতা বৃদ্ধি প্রকল্পের মাধ্যমে ১০টি প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement