মমতা, মায়াবতীর মুখ দেখেছেন? চেহারা যেন ১০ বছর বেড়ে গিয়েছে! অমিত শাহ
শাজাহানপুর: বিরোধীদের নোট বাতিল ইস্যুতে তীব্র আক্রমণ অমিত শাহের। শুধুমাত্র রাজনৈতিক দলগুলির তহবিল নিয়ে আলোচনা এড়াতেই বিরোধীরা সংসদের শীতকালীন অধিবেশন ভেস্তে দিল বলে অভিযোগ করেন বিজেপি সভাপতি। মমতা বন্দ্যোপাধ্যায়, মায়াবতীকেও একহাত নিয়েছেন তিনি। ওই দুজন সম্পর্কে তাঁর মন্তব্য ঘিরে ইতিমধ্যেই বিতর্ক মাথাচাড়া দিয়েছে।
শনিবার এখানে বিজেপির পরিবর্তন সভায় নোট বাতিলের বিরোধীদের সম্পর্কে বিজেপি সভাপতি কটাক্ষ করেন, নরেন্দ্র মোদীর ঘোষণায় যাঁদের কোটি কোটি টাকা বাজে কাগজ হয়ে গেল, তারাই যন্ত্রণা পাচ্ছে, ব্যাথা হচ্ছে শুধু তাদেরই। তারপরই তিনি সরাসরি পশ্চিমবঙ্গের বর্তমান ও উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীর নাম করে বলেন, মমতা (বন্দ্যোপাধ্যায়), মায়াবতীর মুখের চেহারা দেখেছেন? চামড়ার সেই জেল্লাই নেই! একদিনে ওদের বয়স যেন ১০ বছর বেড়ে গিয়েছে!
নানা মহল থেকে দুজন মহিলা মুখ্যমন্ত্রী সম্পর্কে বিজেপির সর্বভারতীয় সভাপতির এহেন মন্তব্যে আপত্তি তোলা হচ্ছে।
অমিত এদিন জনসভায় বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদের শীতকালীন অধিবেশনের শুরুতেই সর্বদলীয় বৈঠকে রাজনৈতিক দলগুলির তহবিল সংগ্রহের পদ্ধতি বদলানো নিয়ে আলোচনায় আগ্রহ দেখিয়েছেন। তিনি পঞ্চায়েত থেকে শুরু করে সংসদ নির্বাচনের ভোটগ্রহণ একসঙ্গে করার প্রস্তাব দেন। কিন্তু বিরোধীরা গোটা শীতকালীন অধিবেশনটা আলোচনা হতেই দিলেন না। রাজনীতি থেকে কালো টাকা হটানোর বিন্দুমাত্র ইচ্ছা নেই ওঁদের। মোদীজি একটা প্রস্তাব, মত পেশ করেছেন। সব বিরোধী দলের নেতাদের কাছে আমার অনুরোধ, রাজনীতিতে স্বচ্ছতা আনতে এ নিয়ে আমাদের আলোচনা করতেই হবে। প্রধানমন্ত্রী মোদীর একটি সিদ্ধান্তেই মাদক কারবারীরা, জাল নোট চক্রের লোকজন, নকশাল ও সন্ত্রাসবাদীরা সিধে হয়ে গিয়েছে বলেও মন্তব্য করেন অমিত।