এক্সপ্লোর
Advertisement
বিজেপিকে আক্রমণ, আরএসএস নেতৃত্বে কতজন মহিলা! মেঘালয়ে তোপ রাহুলের
শিলং: মেঘালয়ে বিজেপি, আরএসএসকে তীব্র আক্রমণ রাহুল গাঁধীর। কংগ্রেস সভাপতি শিলংয়ে এসেছেন দলের প্রচারের সূচনা করতে। সামনেই উত্তরপূর্বের এই রাজ্যে বিধানসভা ভোট।
রাহুল বলেন, আমরা সারা দেশে আরএসএসের দর্শনের বিরুদ্ধে লড়ছি। বিজেপি-আরএসএস সারা ভারতে, বিশেষত দেশের উত্তরপূর্বে আপনাদের ভাষা, সংস্কৃতি, জীবনযাত্রা বানচাল করার চেষ্টা করছে। আপনাদের ভাষা, সংস্কৃতি, ধর্ম, ঐতিহ্য নিয়ে অবশ্যই গর্ব করবেন। আপনাদের সংস্কৃতি, চিন্তাভাবনা, আদর্শ রক্ষায় আমরা পাশে থাকব।
রাহুল মহিলাদের সম্পর্কে আরএসএসের অবস্থান কী, প্রশ্ন তুলে জানতে চান, ওদের নেতৃত্বে কতজন মহিলা আছেন? মহিলাদের ক্ষমতায়নের বিরোধিতা করাই আরএসএসের লক্ষ্য, দাবি করে কংগ্রেস সভাপতি বলেন, কেউ কি জানেন, আরএসএসের নেতৃত্বে কতগুলি পদে মেয়েরা আছেন? একজনও নেই। মহাত্মা গাঁধীর ছবি দেখুন। তাঁর ডাইনে, বাঁয়ে মহিলাদের দেখা যাবে। আর মোহন ভাগবতের ছবিতে তাঁকে একাই বা পুরুষ পরিবৃত হয়ে থাকতে দেখা যায়।
একইসঙ্গে রাহুল বলেন, নির্বাচনে আমরা যতজন পুরুষ, মহিলাকে প্রার্থী করি, সেই সংখ্যায় ভারসাম্য আনতে হবে। এটা কংগ্রেসে সবচেয়ে গুরুত্বপূর্ণ করনীয় বিষয়গুলির একটি। আমি মেঘালয়ের মহিলাদের কংগ্রেসে যোগদানের আহ্বান জানাচ্ছি যাতে আরও বেশি বেশি মহিলাকে বাছাই করা যায় ভোটের প্রার্থী করার জন্য।
প্রসঙ্গত, মেঘালয়ে রাহুলের এই সফরের সবচেয়ে আলোচিত বিষয় হয়ে উঠেছে তাঁর গায়ের কালো জ্যাকেটটি। বিজেপির দাবি, ব্রিটিশ ফ্যাশন ব্র্যান্ডের ওই জ্যাকেটের দাম ভারতীয় মুদ্রায় প্রায় ৭০ হাজার টাকা। রাহুল অতীতে নরেন্দ্র মোদীর দামী স্যুট নিয়ে তাঁকে 'স্যুট ব্যুট কী সরকার' বলে বিদ্রূপ করেছেন। পাল্টা বিজেপি রাহুলের জ্যাকেট নিয়ে কটাক্ষ করেছে আজ। কংগ্রেস অবশ্য বিজেপি রাহুলের জনপ্রিয়তা, ভাবমূর্তি উজ্জ্বল হতে থাকায় মরিয়া হয়ে উঠেছে বলে পাল্টা মন্তব্য করেছে।
কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরি বিজেপির অভিযোগ হেসে উড়িয়ে কটাক্ষ করেন, দরকার হলে আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য এই জ্যাকেটই মাত্র ৭০০ টাকায় এনে দেব, তবে ওনার বুকের ছাতি ৫৬ ইঞ্চি, এটুকুই শুধু জানি। আর কোনও মাপ তো জানা নেই!
৬০ সদস্যের মেঘালয় বিধানসভায় ভোটগ্রহণ হবে ২৭ ফেব্রুয়ারি। একইদিনে ভোট নাগাল্যান্ডেও। ফল বেরবে ৩ মার্চ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement