এক্সপ্লোর
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
মাসুদকে বিশ্ব সন্ত্রাসবাদী ঘোষণায় চিনের বাধা: ‘যতদিন লাগে, ততদিন’ ধৈর্য্য ধরে অপেক্ষা করবে ভারত, জানাল সূত্র, ‘বোঝাপড়া’য় পৌঁছতে আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন আলোচনা চালাচ্ছে বেজিংয়ের সঙ্গে
![মাসুদকে বিশ্ব সন্ত্রাসবাদী ঘোষণায় চিনের বাধা: ‘যতদিন লাগে, ততদিন’ ধৈর্য্য ধরে অপেক্ষা করবে ভারত, জানাল সূত্র, ‘বোঝাপড়া’য় পৌঁছতে আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন আলোচনা চালাচ্ছে বেজিংয়ের সঙ্গে India ready for long-haul, say sources on China blocking listing of Masood Azhar by UN, US, France & UK in intense discussions with China on Azhar listing at UN মাসুদকে বিশ্ব সন্ত্রাসবাদী ঘোষণায় চিনের বাধা: ‘যতদিন লাগে, ততদিন’ ধৈর্য্য ধরে অপেক্ষা করবে ভারত, জানাল সূত্র, ‘বোঝাপড়া’য় পৌঁছতে আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন আলোচনা চালাচ্ছে বেজিংয়ের সঙ্গে](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2016/10/25035154/masood-azhar.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: সাম্প্রতিক পুলওয়ামা সন্ত্রাস সহ ভারতের মাটিতে একাধিক সন্ত্রাসবাদী হামলার দায় নেওয়া জইশ-ই-মহম্মদের মাথা মাসুদ আজহারকে ‘বিশ্ব সন্ত্রাসবাদী' ঘোষণার সর্বশেষ প্রস্তাব চিনের বাধায় আটকে গেলেও ভারত ধৈর্য্য ধরে অপেক্ষা করবে। সরকারি সূত্রে এ কথা জানা গিয়েছে। চিন গত বুধবার মাসুদকে বিশ্ব সন্ত্রাসবাদী তকমা দেওয়ার প্রস্তাবে টেকনিক্যাল হোল্ড বা বাধা দেয় রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে। এই নিয়ে চতুর্থবার এই উদ্যোগ রুখে দিল তারা। চিনের এহেন আচরণ ‘হতাশাজনক’ আখ্যা দিয়েছে ভারত।
কিন্তু নয়াদিল্লিতে সরকারি সূত্রে বলা হচ্ছে, ভারত সন্ত্রাসবাদ ইস্যুতে ঘোষিত অবস্থান শিথিল করবে না, নরম হবে না, তবে চিনের প্রতি ‘যতদিন লাগে, ততদিন’ ধৈর্য্য দেখাবে। সূত্রটি বলেছে, পাকিস্তানের মাটি থেকে যে কিছু জঙ্গি গোষ্ঠী সন্ত্রাস চালাচ্ছে, যারা তাদের স্বার্থেরও ক্ষতি করছে, সে ব্যাপারে চিনের কাছেও যথেষ্ট তথ্য আছে। চিনকেই পাকিস্তানের সঙ্গে বিষয়গুলি মিটিয়ে নিতে হবে। ভারত এ ব্যাপারে ধৈর্য্য নিয়ে অপেক্ষা করতে রাজি। চিন সমেত নিরাপত্তা পরিষদের সব সদস্য দেশকে মাসুদের কার্যকলাপের ব্যাপারে তথ্যপ্রমাণ দিয়েছে ভারত। মাসুদ একদিন না একদিন বিশ্ব সন্ত্রাসবাদী তালিকায় ঢুকবেই, ভারত সাবধানতার সঙ্গেই এ ব্যাপারে নিশ্চিত কেননা তার বিরুদ্ধে জোরদার নথিপত্র, প্রমাণই দেওয়া হয়েছে। সূত্রটি জানিয়েছে, মাসুদকে ওই তকমা দেওয়ার ব্যাপারে ভারত কোনও আপস-সমঝোতা বা নিরাপত্তা পরিষদ বা রাষ্ট্রপুঞ্জের নিষেধাজ্ঞা কমিটির কোনও সদস্য দেশের সঙ্গেও রফা-বোঝাপড়া করবে না। তবে এই ইস্যুতে দীর্ঘ সময় অপেক্ষার জন্য প্রস্তুত। নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য দেশের ১৪টিই এ ব্যাপারে ভারতকে সমর্থন করেছে, সাতটি সদস্য দেশ মাসুদকে তালিকাভুক্ত করার প্রস্তাবে সহ-স্পনসর হয়েছে। তাকে রাষ্ট্রপুঞ্জে তালিকাভুক্ত না করা পর্যন্ত ভারত নিরস্ত হবে না।
পুলওয়ামাকাণ্ডের জেরে মাসুদকে কালো তালিকায় ফেলতে নিরাপত্তা পরিষদের ১২৬৭ আল কায়েদা নিষেধাজ্ঞা কমিটিতে নতুন প্রস্তাবটি পেশ করেছিল ফ্রান্স, ব্রিটেন ও আমেরিকা। সূত্রটি বলেছে, সন্ত্রাসবাদ ইস্যুটি ভারতের কাছে রফা-সমঝোতার ঊর্ধ্বে, চিনের আরও সময় লাগলে ভারত অপেক্ষায় তৈরি। মাসুদ ইস্যুতে আর নিরাপত্তা পরিষদে যাবে না ভারত। তাকে তালিকায় ফেলার আর কোনও উপায় থেকে থাকলে তার সদস্যদেরই সেটা খুঁজে বের করতে হবে।
এদিকে মাসুদের ব্যাপারে চিনের সঙ্গে ‘বোঝাপড়া’য় পৌঁছতে আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন আলোচনা চালাচ্ছে বলে খবর। চিনের সঙ্গে ‘সহজ, সরল বিশ্বাসে’ তিন দেশ কথাবার্তা চালাচ্ছে। পাকিস্তানে আশ্রয় নেওয়া মাসুদ সম্পর্কে রাষ্ট্রপুঞ্জের তকমার ভাষা কী হবে, তা নিয়ে কথা চলছে। হতে পারে, মাসুদকে বিশ্ব সন্ত্রাসবাদী তকমা দেওয়া হবে, তবে সেই প্রস্তাবের ভাষা ঠিক হবে চিনের বক্তব্য মাথায় রেখে।
এ ব্যাপারে ওয়াকিবহাল লোকজনের দাবি, ওই ৩ দেশের চলতি প্রয়াসে শেষ পর্যন্ত মাসুদকে আনুষ্ঠানিক ভাবে বিশ্ব সন্ত্রাসবাদী ঘোষণা করা না গেলে তারা রাষ্ট্রপুঞ্জের সবচেয়ে শক্তিশালী মঞ্চে তাকে তালিকাভুক্ত করতে প্রস্তাব পেশ করার কথা ভাবছে। তার আগে এ নিয়ে প্রকাশ্যে বিতর্ক হবে। চিন মাসুদকে কালো তকমা দেওয়ার চেষ্টায় বাধা দিলে ওই প্রস্তাবের আসল স্পনসর সদস্য দেশগুলি ইতিমধ্যে তাকে হুঁশিয়ারি দিয়েছে, লক্ষ্য পূরণে এবার ‘অন্য উপায়ের’ কথা ভাববে তারা। নিরাপত্তা পরিষদের এক কর্তা সংবাদ সংস্থাকে বলেন, চিন ওকে তালিকাভুক্ত করায় বাধাদান চালিয়ে গেলে দায়িত্বশীল সদস্য দেশগুলি নিরাপত্তা পরিষদে অন্য রাস্তা নেওয়ার কথা ভাববে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)