(Source: ECI/ABP News/ABP Majha)
Brahmos Super Sonic Cruise Missile : ৪০০ কিমি দূরের লক্ষ্যমাত্রায় আঘাতে সক্ষম ব্রহ্মোস মিসাইলের সফল পরীক্ষা
ব্রহ্মোস মিসাইল বিভাগে এটিই সবথেকে উন্নতমানের। আগের ৩০০ কিলোমিটারের পাল্লা থেকে বাড়িয়ে ডিআরডিও যা এক্ষেত্রে বানিয়েছে প্রায় ৪৫০ কিলোমিটার। গত দুমাসে ডিআরডিও-র যাবতীয় মিসাইলের পরীক্ষা করা হয়েছে। যে তালিকায় রয়েছে শৌর্য্য মিসাইলও। যে মিসাইলের ক্ষমতা রয়েছে প্রায় ৮০০ কিলোমিটার দূরের লক্ষ্যমাত্রায় আঘাত হানার।
পোর্ট ব্লেয়ার: সেনাবাহিনীর আস্তিনে জুড়ল আরও একটা তুরুপের তাস। ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইলের সফল পরীক্ষা সেরে ফেলল ভারত।
আজ সকালে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে হয়েছে যে মিসাইলের পরীক্ষা। স্থলভাগে নির্দিষ্ট লক্ষ্যে আক্রমণ শানাতে সক্ষম এই মিসাইল। ডিআরডিও-র মিসাইল সিস্টেম এটি তৈরি করেছে ভারতীয় সেনার ব্যবহারের জন্য।
ব্রহ্মোস মিসাইল বিভাগে এটিই সবথেকে উন্নতমানের। আগের ৩০০ কিলোমিটারের পাল্লা থেকে বাড়িয়ে ডিআরডিও যা এক্ষেত্রে বানিয়েছে প্রায় ৪৫০ কিলোমিটার। গত দুমাসে ডিআরডিও-র যাবতীয় মিসাইলের পরীক্ষা করা হয়েছে। যে তালিকায় রয়েছে শৌর্য্য মিসাইলও। যে মিসাইলের ক্ষমতা রয়েছে প্রায় ৮০০ কিলোমিটার দূরের লক্ষ্যমাত্রায় আঘাত হানার।
গতমাসেই ভারতীয় নৌসেনা আইএনএস চেন্নাই থেকে ব্রহ্মোস-র সফল পরীক্ষা চালিয়েছে। সমুদ্রে ৪০০ কিলোমিটর দূরের লক্ষ্যমাত্রায় আঘাত হেনেছিল যে সুপারসনিক মিসাইল। নয়েক দশকের শেষদিক থেকে ভারতীয় সেনাবাহিনীর অস্ত্রভাণ্ডারে সংযুক্ত হয়েছিল ব্রহ্মোস মিসাইল।
রাশিয়ার সঙ্গে যৌথভাবে তৈরি যে মিসাইল ভারতের তিন সেনাবিভাগেরই বড় অস্ত্র। আপাতত নিজেদের ব্যবহারের জন্য রাখার পাশাপাশি ভারত পরিকল্পনা করেছে বিভিন্ন মিত্র দেশকে তা বিক্রি করার ব্যাপারেও। ডিআরডিও-র অধীনে পিজে ১০ প্রকল্পের অধীনে যে পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে কাজ চলছে।