এক্সপ্লোর
Advertisement
ভারতের জিডিপি বিশ্ব অর্থনীতির চেয়ে দ্রুত বাড়ছে, বললেন নির্মলা, বিদেশি বিনিয়োগকারীদের ওপর বাড়তি সারচার্জ প্রত্যাহারের ঘোষণা
আর্থিক সংস্কার তাঁর সরকারের কাছে একটি ধারাবাহিক প্রক্রিয়া ও তাদের এজেন্ডার একেবারে উপরে রয়েছে। বললেন নির্মলা সীতারামন।
নয়াদিল্লি: বিশ্ব অর্থনীতি ও অন্যান্য বড় অর্থনীতি যে হারে বাড়ছে, তার তুলনায় আরও দ্রুত বেড়ে চলেছে ভারতের জিডিপি। আর্থিক সংস্কার তাঁর সরকারের কাছে একটি ধারাবাহিক প্রক্রিয়া ও তাদের এজেন্ডার একেবারে উপরে রয়েছে। বললেন নির্মলা সীতারামন। দেশের আর্থিক হাল ও কেন্দ্রের উন্নয়নের এজেন্ডা সম্পর্কে নানা মহলের আশঙ্কা, সংশয় কাটাতে এভাবেই আশ্বস্ত করতে চেয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
তিনি বলেছেন, বিশ্বব্যাপী জিডিপি বৃদ্ধির হার চলতি ৩.২ শতাংশের লক্ষ্যমাত্রা থেকে সংশোধন করে কমানো হতে পারে, দুনিয়াজুড়ে চাহিদা দুর্বল হতে পারে। কিন্তু ভারতীয় অর্থনীতি বিশ্ব অর্থনীতির গড় ও বাকি সব বড় অর্থনৈতিক শক্তির তুলনায় বেশি দ্রুত ছুটছে।
আমেরিকা ও চিনের বাণিজ্য যুদ্ধ ও মুদ্রার অবমূল্যায়নের জেরে আন্তর্জাতিক বাণিজ্যের ময়দানে খুব অশান্ত, টালমাটাল পরিস্থিতি দেখা দিয়েছে বলেও উল্লেখ করেন নির্মলা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবারের স্বাধীনতা দিবসের ভাষণে সম্পদ সৃষ্টিকারীদের সম্মান, মর্যাদার যে কথা বলেছেন, তার প্রতিধ্বনি করে নির্মলা বলেন, তাঁর এবারের বাজেটের মর্মবস্তুও ছিল সেটাই। তারপর থেকে নানা সেক্টরের সঙ্গে তিনি তাদের চাহিদা বুঝতে কথা বলেছেন বলেও জানান তিনি। দাবি করেন, আমরা সংস্কারের গতি হারাইনি।
এদিন একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। বিদেশি বিনিয়োগকারীদের দাবি মেনে তিনি জানান, বাজেটে বিদেশি পোর্টফোলিও বিনিয়োগকারীদের ওপর চাপানো বর্ধিত সারচার্জ তুলে নেওয়া হচ্ছে। ইক্যুইটি শেয়ার হস্তান্তর থেকে আসা দীর্ঘমেয়াদি ও স্বল্পমেয়াদি মূলধনী লাভের ওপর সারচার্জ তুলে নেওয়া হয়েছে বলে জানান তিনি। বলেন, প্রাক-বাজেট অবস্থা ফিরিয়ে আনা হল। মূলধনী বাজারে বিনিয়োগে উত্সাহ দিতেই এই পদক্ষেপ, সওয়াল করেন নির্মলা।
বাজেটে বর্ধিত সারচার্জ বসানোর সিদ্ধান্ত শেয়ার বাজারে প্রভাব ফেলেছে। সারচার্জ বেড়ে যাওয়ায় ২ থেকে ৫ কোটি টাকা করযোগ্য আয়ের লোকজনের আয়করের হার ৩৫.৮৮ শতাংশ থেকে বেড়ে ৩৯ শতাংশ হয়েছে। ৫ কোটি টাকার ওপরে আয়ের লোকজনের আয়কর হার বেড়ে ৪২.৭ শতাংশ হয়েছে।
চলতি মাসেই মূলধনী বাজারের অংশগ্রহণকারীরা ও বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা সীতারামনের কাছে একটি দাবিসনদ পেশ করেন, যাতে বিদেশি পোর্টফোলিও বিনিয়োগকারীদের ওপর সারচার্জ প্রত্যাহার ও ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন ট্যাক্স রিভিউ করার দাবিও ছিল। সীতারামন আরও জানান, স্টার্টআপস ও তাদের বিনিয়োগকারীদের আসল সমস্যা লাঘব করতে তাদের ক্ষেত্রে অ্যাঞ্জেল ট্যাক্সের ব্যবস্থা তুলে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement