এক্সপ্লোর
কানে ব্লুটুথ হেডসেট, ইউপিএসসি মেন পরীক্ষায় স্ত্রীর সাহায্যে টুকতে গিয়ে গ্রেফতার আইপিএস অফিসার

চেন্নাই: ঠিক যেন মুন্নাভাই এমবিবিএস। কানে ব্লুটুথ ডিভাইস লাগিয়ে পরীক্ষা দিয়ে ডাক্তারি এন্ট্রান্সে পাশ করেছিল মুন্নাভাই। একই ধাঁচে আইপিএস অফিসার সাফির করিমও পরে নিয়েছিলেন ব্লুটুথ হেডসেট। কিন্তু ধরা পড়ে গেলেন তিনি। সিভিল সার্ভিসের চূড়ান্ত পরীক্ষায় বসে টুকতে গিয়ে ধরা পড়েছেন ওই আইপিএস অফিসার। অভিযোগ, তাঁর টুকলিতে স্ত্রীর সক্রিয় সাহায্য ছিল। তামিলনাড়ুর তিরুনেলভেলির এএসপি পদে কর্মরত করিম পদোন্নতির সন্ধানে আইএএস পরীক্ষায় বসেন। চেন্নাইয়ের প্রেসিডেন্টি গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলে হচ্ছিল ওই পরীক্ষা। করিমের কানে ছিল ব্লুটুথ ডিভাইস, হায়দরাবাদ থেকে তাঁর স্ত্রী তাঁকে উত্তর বলে দিচ্ছিলেন। তখনই ধরা পড়ে যান তিনি। তাঁকে গ্রেফতার করা হয়েছে, এখনও তিনি প্রোবেশনে থাকায় যেতে পারে চাকরিও। ২০১৪ সালে সিভিল সার্ভিসে উত্তীর্ণ হয়ে আইপিএসে যোগ দেন করিম। তিরুনেলভেলির নানগুনেরি সাব ডিভিশনে তাঁর প্রশিক্ষণ চলছিল। তাঁর স্ত্রীকে গ্রেফতারের জন্য হায়দরাবাদ পুলিশের সাহায্য চেয়েছে চেন্নাই পুলিশ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি






















