JEE Advanced 2021 Date Announced: এবছরের জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সড হচ্ছে ৩ জুলাই, পরীক্ষার দায়িত্বে আইআইটি খড়্গপুর
পরীক্ষার্থীদের সুবিধার্থে শিথিল বোর্ড পরীক্ষায় ৭৫ শতাংশ নম্বরের শর্ত
নয়াদিল্লি: এবছরের জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সড পরীক্ষা হচ্ছে ৩ জুলাই। এদিন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল জানিয়েছেন, পরীক্ষাগ্রহণের দায়িত্বে থাকবে আইআইটি খড়্গপুর।
দেশব্যাপী ঐহিত্যবাহী ও সম্মানীয় ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে স্নাতক স্তরের ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে পড়ুয়াদের এই পরীক্ষায় ঊত্তীর্ণ হওয়া আবশ্যিক। এই পরীক্ষায় উত্তীর্ণ হলে তবেই আইআইটি-তে পড়ার সুযোগ পান পড়ুয়ারা।
এদিন, লাইভ ব্রডকাস্টের মাধ্যমে পোখরিয়াল বলেন জয়েন্ট এন্ট্রান্স ২০২১ মেইন পরীক্ষার সূচি জানার পর অনেকেই অ্যাডভান্সড পরীক্ষার সূচি জানতে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। তিনি জানিয়ে রাখেন, এবারের পরীক্ষা নেওয়ার দায়িত্ব পালন করবে খড়্গপুর আইআইটি।
সাধারণত, জেইই অ্যাডভান্সড পরীক্ষায় বসতে গেলে যোগ্যতা নির্ণায়ক মানদণ্ডের দুটি শর্ত পূরণ করতে হতে হয় পড়ুয়াদের। প্রথমত, জয়েন্ট মেইন পরীক্ষায় ঊত্তীর্ণ হতে হয়। দ্বিতীয়ত, দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় ৭৫ শতাংশ নম্বর পেতে হয়। যদিও, এবার, করোনাকালে দ্বিতীয় শর্ত শিথিল করা হয়েছে পরীক্ষার্থীদের সুবিধার্থে।
এপ্রসঙ্গে পোখরিয়াল বলেন, যেহেতু আমরা পুরোপুরি (করোনা) বিপর্যয় থেকে বেরিয়ে আসিনি, তাই এবছর দ্বিতীয় শর্ত শিথিল করা হল। এর ফলে প্রতিভাবান পড়ুয়াদের এই পরীক্ষায় বসতে এবং সফল হতে অসুবিধে হবে না।
তারিখ ঘোষণা করতে গিয়ে পোখরিয়াল বলেন, জুলাই মাসে পরীক্ষা। ফলে, পরীক্ষার্থীরা যথেষ্ট সময় পাচ্ছে প্রস্তুতির জন্য। শিক্ষামন্ত্রক সকল পরীক্ষার্থীকে আগাম শুভেচ্ছা জানাচ্ছে।
এর আগে, ২০২১ সালের জয়েন্ট মেইন পরীক্ষা সূচি ঘোষণা করেছিলেন পোখরিয়াল। সেই অনুযায়ী, চারটি বিভিন্ন দফায় এই পরীক্ষা নেওয়া হবে।
জয়েন্ট মেইন ২০২১ প্রথম দফা: ২৩ থেকে ২৬ ফেব্রুয়ারি জয়েন্ট মেইন ২০২১ দ্বিতীয় দফা: ১৫ থেকে ১৮ মার্চ জয়েন্ট মেইন ২০২১ তৃতীয় দফা: ২৭ থেকে ৩০ এপ্রিল জয়েন্ট মেইন ২০২১ প্রথম দফা: ২৪ থেকে ২৮ মে
এই পরীক্ষার নতুন নিয়ম অনুযায়ী, ৯০টি প্রশ্নের মধ্যে পরীক্ষার্থীদের অন্তত ৭৫টি করতে হবে। অথবা ভৌতবিজ্ঞান, রসায়ন ও অঙ্ক-- প্রত্যেক বিষয়ে অন্তত ২৫-৩০টি প্রশ্ন করতে হবে।
Education Loan Information:
Calculate Education Loan EMI