এক্সপ্লোর
Advertisement
কাঠুয়ায় শিশুকন্যা ধর্ষণ, খুন: এমন 'নৃশংসতা কল্পনাও করা যায় না', ট্যুইট রাহুলের, মানুষ হিসাবে আমরা ব্যর্থ, বললেন কেন্দ্রীয় মন্ত্রী
নয়াদিল্লি: রাহুল গাঁধী কাঠুয়ার ৮ বছরের মেয়ের ধর্ষণ ও হত্যায় ক্ষোভ উগরে দিয়ে বললেন, এমন 'নৃশংসতা কল্পনাও করা যায় না'। ট্যুইট করে বকেরওয়াল মুসলিম গোষ্ঠীর মেয়েটির ওপর বর্বরোচিত যৌন নিগ্রহকে কেন্দ্র করে রাজনৈতিক তরজারও তীব্র বিরোধিতা করেছেন কংগ্রেস সভাপতি।
মেয়েটির ওপর ঘটে যাওয়া অত্যাচারকে মানবতার বিরুদ্ধে অপরাধ আখ্যা দেন তিনি। বলেন, এহেন নৃশংস আচরণ করা অপরাধীদের কী করে আড়াল করতে পারে কেউ! এর শাস্তি হবে না, এটা মানা যায় না।
মেয়েটি গত ১০ জানুয়ারি জম্মু ও কাশ্মীরের কাঠুয়ার রাসানা গ্রামের কাছে নিজের বাড়ির সামনে থেকে উধাও হয়ে যায়। সপ্তাহখানেক বাদে তার দেহ পাওয়া যায়। চরম অত্যাচারের পর তাকে মেরে ফেলার চিহ্ন ছিল শরীরে। ঘটনার তদন্তে গঠিত সিট দুজন স্পেশাল পুলিশ অফিসার (এসপিও) ও এক হেড কনস্টেবল সহ আটজনকে গ্রেফতার করেছে। দুই এসপিও, হেড কনস্টেবল তথ্যপ্রমাণ লোপাটের দায়ে অভিযুক্ত হয়েছেন।
এ নিয়ে ধর্মীয় মেরুকরণের চেষ্টা হচ্ছে। জম্মুতে উত্তেজনা তৈরি হয়েছে। জম্মু বার অ্যাসোসিয়েশন অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিরোধিতা করেছে। তাদের অভিযোগ, এ ব্যাপারে সংখ্যালঘু ডোগরাদের টার্গেট করা হচ্ছে। স্থানীয় বার অ্যাসোসিয়েশন বনধ করেছে। পাল্টা কাশ্মীর উপত্যকায় দাবি উঠেছে, নির্যাতিতাকে ন্যয়বিচার দিতে হবে।
How can anyone protect the culprits of such evil?
What happened to Asifa at #Kathua is a crime against humanity. It cannot go unpunished.
What have we become if we allow politics to interfere with such unimaginable brutality perpetrated on an innocent child?
— Rahul Gandhi (@RahulGandhi) April 12, 2018
রাহুল বলেছেন, আমরা যদি একটা নিষ্পাপ শিশুর ওপর এমন অকল্পনীয় নৃশংসতা ঘটতে দিই, আর তা নিয়ে রাজনীতি চলে, তবে আমরা কী হয়ে উঠেছি!
কেন্দ্রীয় মন্ত্রী ভি কে সিংহ আবার কাঠুয়ার মেয়েটির ধর্ষণ, হত্যার ব্যাপারে বলেছেন, মানুষ হিসাবে আমরা ব্যর্থ, এ ঘটনায় এটাই বেরিয়ে এল। সম্ভবত তিনিই প্রথম কেন্দ্রের বিজেপি সরকারের মন্ত্রীদের মধ্যে প্রথম এই আলোড়ন ফেলে দেওয়া ঘটনায় মুখ খুললেন। কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী একইসঙ্গে বলেছেন, কিন্তু ও ন্যয়বিচার থেকে বঞ্চিত হবে না।
'
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement